সোনাইয়ে ফাইনালে ধনিপুর
বরাক তরঙ্গ, ২২ আগস্ট : সোনাইয়ে বাসারত আলি এবং নিজাম উদ্দিন স্মৃতি প্রাইজমানি ফুটবলে ফাইনালে উঠল ধনিপুর। বৃহস্পতিবার সোনাইয়ের নিত্য গোপাল হায়ার সেকেন্ডারি স্কুলের মাঠে তীব্র প্রতিদ্বন্দিতা হয় সেমিফাইনালে ধনিপুর ও উত্তর কৃষ্ণপুর কেজিএন দলের। ১-০ গোলে ফাইনালে স্থান করে নেয় ধনিপুর। খেলার দুই মিনিটে জাজরি গোল করে ধনিপুরকে এগিয়ে নিয়ে। এরপর দুই দলের হাড্ডাহাড্ডি লড়াই শুরু হয়। তবে ম্যাচ সমতায় ফেরাতে ব্যর্থ হয় উত্তর কৃষ্ণপুর। এ ছাড়া ধনিপুরও ব্যবধান বাড়াতে পারেনি।
এ দিন ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন জাজরি। তাঁর হাতে মনির উদ্দিন লস্কর স্মৃতি পুরস্কার তুলে দেন দুই অতিথি পুর কমিশনার নুর আহমেদ বড়ভূইয়া ও রাকিব হুসেন লস্কর। খেলা পরিচালনা করেন আব্দুল মজিদ চৌধুরী, কমরুল ইসলাম, ইজাজ আহমেদ ও হোসেন আহমেদ বড়ভূইয়া। আগামীকাল শুক্রবার দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে ধনিপুর সমাজ কল্যাণ পরিষদ ও চান্দপুর রাইজিং রে ফাউন্ডেশন।