হেম্বা-র হ্যাটট্রিক, মাতৃভূমি-র কোয়ার্টারে উঠল জামালপুর

বরাক তরঙ্গ, ২২ আগস্ট : মাতৃভূমি কাপ প্রাইজমানি নক আউট ফুটবল টুর্নামেন্টের বিশাল ব্যবধানে জয়ী হয়ে কোয়ার্টার ফাইনালে উঠল জামালপুর এফসি। বৃহস্পতিবার ধলাইর বাম নিত্যানন্দ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে প্রতিপক্ষ বাম ডেভলপমেন্ট ভাগা দলকে ৫-১ গোলের বিশাল ব্যবধানে পরাস্ত করেছে তারা। খেলার প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থাকে জামালপুর এফসি, খেলার ১২ মিনিটে গোল করেন হেম্বা। প্রথমার্ধের লিড নিয়ে উজ্জীবিত জামালপুর দল দ্বিতীয়ার্ধের ৩৭, ৪৬, ৫২ ও ৬৩ মিনিটে পর পর চারটি গোল করে। প্রথমার্ধে এক গোলের পর দ্বিতীয়ার্ধে আরও দুটি গোল করে ধলাইর মাঠে নিজের প্রথম হ্যাটট্রিক করেন হেম্বা। জামালপুর এফসির হয়ে দ্বিতীয়ার্ধের অন্য দুটি গোল করেন মিংলু ও স্কিল। অপরদিকে দ্বিতীয়ার্ধের খেলার ৬৫ মিনিটে বিষ্ণু বাম ডেভলপমেন্ট ভাগার জন্য একমাত্র গোল করেন। শেষ পর্যন্ত তৃতীয় দল হিসাবে মাতৃভূমি কাপের শেষ আটে পৌঁছে জামালপুর এফসি ।

এদিনের খেলা পরিচালনা করেন শামিম আহমেদ বড়ভূইয়া, শঙ্কর ভট্টাচার্য ও প্রবীন বর্মন। চতুর্থ রেফারি ছিলেন এলমিন খাসিয়া। এদিন সেরা খেলোয়াড় নির্বাচিত হন জামালপুর এফসি দলের খেলোয়াড় হেম্বা। তার হাতে ম্যান অব দ্য ম্যাচ ট্রফি তুলে দেন বাম নিত্যানন্দ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ পিনাক চক্রবর্তী। শুক্রবার মথুরাপুর এফসি খেলবে ডিমারাজি ওয়ারিয়র দলের বিরুদ্ধে। এক প্রেস বার্তায় এ খবর জানিয়েছেন আয়োজক মাতৃভূমি-র ক্রীড়া সম্পাদক পিংকু বর্মণ।  

হেম্বা-র হ্যাটট্রিক, মাতৃভূমি-র কোয়ার্টারে উঠল জামালপুর
হেম্বা-র হ্যাটট্রিক, মাতৃভূমি-র কোয়ার্টারে উঠল জামালপুর
হেম্বা-র হ্যাটট্রিক, মাতৃভূমি-র কোয়ার্টারে উঠল জামালপুর

Author

Spread the News