বিধ্বংসী ঝড় : চান্নিঘাটে ঘরের উপর পড়ল গাছ, আহত শিশু সহ মহিলা

বরাক তরঙ্গ, ২ এপ্রিল : রবিবার চৈত্রের ঝড়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে দক্ষিণ ধলাইয়ের চান্নিঘাট, হাওয়াইথাং, লায়লাপুর, খুলিছড়া, রাজগোবিন্দপুর, আরাধনপুর সহ বেশ কয়েকটি গ্রাম। বহু মানুষের ঘরের চাল ঝড়ের বেগে উড়িয়ে নিয়ে যায়। অনেকের ঘরের উপর ভেঙে পড়ে বিশাল গাছও। ভূপতিত হয় বহু বসতঘর। চান্নিঘাট গ্রামে দীপালি দাশ নামের এক অসহায় মহিলার ঘরের উপর পড়ে একটি গাছ। তখন তিনি ঘরের ভেতরে ছিলেন।

বিধ্বংসী ঝড় : চান্নিঘাটে ঘরের উপর পড়ল গাছ, আহত শিশু সহ মহিলা

খবর পেয়ে আশপাশের লোকজন আহত অবস্থায় তাকে উদ্ধার করে ধলাই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র নিয়ে যান। একটি শিশুকন্যার হাত ভেঙেছে বলে জানা যায়। তাছাড়া একটি ছাগল মারা গেছে। খবর পেয়ে ছুটে আসেন লায়লাপুর পুলিশ পেট্রোল পোস্টের ইনচার্জ নচাং সিয়াম সহ পুলিশ বাহিনী ও চান্নিঘাট জিপি সভাপতির প্রতিনিধি দিলীপকুমার রায়, কঙ্কন দাশ প্রমুখ।
প্রতিবেদক : বিবেক দাস, ভাগা।

Author

Spread the News