হাসিনার ফাঁসির দাবিতে ট্রাইব্যুনালের সামনে বিক্ষোভ

১৩ নভেম্বর : জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত হত্যাকাণ্ড সংক্রান্ত মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে বিক্ষুব্ধ জনতার মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১১টায় ‘জনজোট বিপ্লবী মঞ্চ’ ব্যানারে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারীরা ফ্যাসিস্ট শেখ হাসিনাসহ অভিযোগপ্রাপ্তদের ফাঁসির দাবি জানান। মিছিলে কয়েকজন হাতে প্ল্যাকার্ডও বহন করেন।

মিছিলে অংশ নেওয়া নেতারা স্বৈরাচার ও গণহত্যার সঙ্গে সম্পৃক্তদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি দাবি করে ট্রাইব্যুনালের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *