হাওয়াইথাঙের দারুস সালাম হাফিজিয়া ও আলিয়া মাদ্রাসা ফের চালু

হাওয়াইথাঙের দারুস সালাম হাফিজিয়া ও আলিয়া মাদ্রাসা ফের চালু

বরাক তরঙ্গ, ১ এপ্রিল : নৃশংস হত্যাকাণ্ড ঘটা দক্ষিণ ধলাইর হাওয়াইথাঙের দারুস সালাম হাফিজিয়া ও আলিয়া মাদ্রাসা ফের চালু করা হল। মাদ্রাসার মধ্যে এক পড়ুয়াকে নৃশংসভাবে হত্যা করার পর জেলা প্রশাসন মাদ্রাসাকে সিল করে দিয়েছিল। তবে সম্প্রতি এই মাদ্রাসাকে পুনরায় খুলে প্রশাসন। মাদ্রাসাটি খুলে দেওয়ায় জেলা প্রশাসনকে ধন্যবাদ জানালেন মাদ্রাসা কর্তৃপক্ষ ও বিজেপি সংখ্যালঘু মোর্চার কর্মকর্তারা। মাদ্রাসার সুপারিনটেনডেন্ট বিশিষ্ট ইসলামিক শিক্ষাবিদ মওলানা ফখরুল ইসলাম লস্কর প্রশাসনকে ধন্যবাদ জানান।

এছাড়া বিজেপি সংখ্যালঘু মোর্চার প্রদেশ সম্পাদক আতাউর রহমান লস্কর, সদস্য নুরুল হক লস্কর, কাছাড় জেলার ভারপ্রাপ্ত সভাপতি হামিদুল ইসলাম লস্কর, নরসিংহপুর মণ্ডল বিজেপির সহসভাপতি খাইরুল আমিন লস্কর, ময়না মিয়া লস্কর সহ অন্যান্যরা জেলা প্রশাসনকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখেন। এদিন দক্ষিণ ধলাইয়ে বিভিন্ন নির্বাচনী কর্মসূচিতে অংশগ্রহণ করেন সংখ্যালঘু মোর্চার কর্মকর্তারা। এরই মধ্যে মাদ্রাসায় গিয়ে খোঁজ খবর নেন। উল্লেখ্য, সাতমাস পর খুলল মাদ্রাসা।

হাওয়াইথাঙের দারুস সালাম হাফিজিয়া ও আলিয়া মাদ্রাসা ফের চালু

Author

Spread the News