বরাক তরঙ্গ, ২৪ ডিসেম্বর : আজ সন্ধ্যায় সিপিআই (এম) এর প্রায় শতাধিক কর্মী মিছিল করে দেবদূত পয়েন্টে এসে পথসভা অনুষ্ঠিত করে। বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে লাগাতার সংখ্যালঘু নির্যাতনের ঘটনা এবং সাম্প্রতিক দিপু দাস নামের দরিদ্র শ্রমিকের নৃশংস হত্যার বিরুদ্ধে এই মিছিল ও পথসভা। পথসভায় মূল বক্তা ছিলেন সিপিআই (এম) এর রাজ্য সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সদস্য সুপ্রকাশ তালুকদার। এছাড়া বিদ্যুৎ দেব এবং দুলাল মিত্র বক্তব্য রাখেন ।তাঁরা মৌলবাদের বিরুদ্ধে তীব্র ধিক্কার জানান।
বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের বিরুদ্ধে সিপিএমের প্রতিবাদ


