চার রাজ্যে ভোট গণনা চলছে
৩ ডিসেম্বর : মিজোরাম বাদ দিয়ে
রাজস্থান, মধ্যপ্রদেশ, তেলেঙ্গানা, ছত্তিশগড়ে বিধানসভা নির্বাচনের গণনা চলছে। সকাল ১০টা পর্যন্ত অর্থাৎ প্রথম দুই ঘণ্টায় রাজস্থানে পালাবদলের ইঙ্গিত রয়েছে। রাজস্থানে ১২৫ আসনে এগিয়ে রয়েছে বিজেপি। কংগ্রেস এগিয়ে ৬১টি আসনে।
মধ্যপ্রদেশেও ১৫১টি আসনে এগিয়ে বিজেপি। কংগ্রেস এগিয়ে ৭৮টি আসনে। তেলেঙ্গানায় ৬১টি আসনে এগিয়ে রয়েছে কংগ্রেস। বিআরএস এগিয়ে ৫৯টি আসনে।
ছত্তিশগড়েও হাড্ডাহাড্ডি লড়াই চলছে। বিজেপি এগিয়ে ৪৬টি আসনে। অন্যদিকে কংগ্রেস এগিয়ে ৪৪টি আসনে।