ধলাই থেকে বরাকে শুরু হল কংগ্রেসের ‘হাত সে হাত জোড়া’ যাত্রা

বরাক তরঙ্গ, ২ ফেব্রুয়ারি : ভারতীয় জাতীয় কংগ্রেসের বরাকে ‘হাত সে হাত জোড়ো’ যাত্রার সূচনা হল ধলাইয়ে। কংগ্রেসের সর্বভারতীয়  সাধারণ সম্পাদক জিতেন্দ্র সিং এর হাত ধরে বৃহস্পতিবার কাছাড় জেলার ধলাই কেন্দ্রের ভাগাবাজার থেকে শুরু হয় ‘হাত সে হাত জোড়ো’ যাত্রা। প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বরার নেতৃত্বে বরাকের প্রায় প্রতিটি বিধানসভার কেন্দ্রে ১৬৫ কিলোমিটার পদযাত্রা করে করিমগঞ্জের বাংলাদেশ সীমান্তে গিয়ে সমাপ্ত হবে এই কর্মসূচী।

ধলাই থেকে বরাকে শুরু হল কংগ্রেসের 'হাত সে হাত জোড়া' যাত্রা

আগামী ১২ ফেব্রুয়ারি পর্যন্ত কংগ্রেসের এই হাত সে হাত জোড়া যাত্রা অব্যাহত থাকবে। প্রতিদিন দলীয় কর্মী সমর্থকদের নিয়ে প্রায় ১২ কিলোমিটার পদযাত্রা করবেন প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বরা। পদযাত্রায় রাহুল গান্ধীর প্রেরণ করা পত্র জনতার হাতে তুলে দেবেন কংগ্রেস নেতৃত্বরা। ধলাই কেন্দ্রের ভাগা বাজার থেকে অন্তত ৫০০০ দলীয় কর্মী সমর্থকদের নিয়ে আরম্ভ এ যাত্রায় ৩০৬ নং শিলচর আইজল জাতীয় সড়ক ধরে সপ্তগ্রাম জিপির ইসলামাবাদে এসে সমাপ্ত করা হয় যাত্রা। তার আগে শিলচর জেলা কংগ্রেস সভাপতি তমালকান্তি বণিকের সভাপতিত্বে ভাগাবাজার আসাম গ্রামীন বিকাশ ব্যাংকের সম্মুখে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন কংগ্রেসের রাজ্য, জাতীয় ও জেলা স্তরের নেতৃবৃন্দরা।

ধলাই থেকে বরাকে শুরু হল কংগ্রেসের 'হাত সে হাত জোড়া' যাত্রা

এদিনের ‘হাত সে হাত জোড়া’ যাত্রায় উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির সম্পাদক পৃথ্বিরাজ সিন্ধে, অসম প্রদেশ মহিলা কংগ্রেস কমিটির সভাপতি মীরা বরঠাকুর, অসম প্রদেশ কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক অপুর্ব কুমার ভট্টাচার্য, বড়খলার বিধায়ক মিসবাউল ইসলাম লস্কর, কাটিগড়ার বিধায়ক খলিল উদ্দিন মজুমদার, প্রাক্তন মন্ত্রী অজিত সিংহ, প্রাক্তন মন্ত্রী গিরীন্দ্র মল্লিক, উত্তর করিমগঞ্জের বিধায়ক তথা আসাম প্রদেশ কংগ্রেস কমিটির কার্যকরী সভাপতি কমলাক্ষ দে পুরকায়স্থ, শিলচর জেলা কংগ্রেস সভাপতি তমাল কান্তি বনিক, জেলা কংগ্রেস সাধারণ সম্পাদক জালাল আহমেদ মজুমদার। এদিনের সভা সঞ্চালনা করেন অপূর্ব কুমার ভট্টাচার্য।
প্রতিবেদক : বিবেক দাস, ভাগা।

Author

Spread the News