রায়বরেলি থেকে লড়বেন রাহুল জানালো কংগ্রেস

৩ মে : আমেথি নয়, রায়বরেলি থেকে লড়বেন রাহুল গান্ধী। দীর্ঘ জল্পনার পর শুক্রবার সকালে কংগ্রেসের তরফে একথা জানানো হয়। শুক্রবারই মনোনয়ন জমা দেবেন রাহুল। কেরলের ওয়েনাড়ের পাশাপাশি মা সোনিয়া গান্ধীর কেন্দ্র রায়বরেলি থেকে এবার লড়তে দেখা যাবে পুত্র রাহুলকে। প্রিয়াঙ্কা গান্ধী এবারও ভোটে লড়তে চাননি। তিনি লড়লে হয়ত সমীকরণ অন্য রকম হত।

২০১৯ সালে আমেথিতে বিজেপির স্মৃতি ইরানির কাছে হেরে গিয়েছিলেন রাহুল। এবার আমেথি থেকে প্রার্থী করা হয়েছে গান্ধী পরিবারের ঘনিষ্ঠ কিশোরীলাল শর্মাকে। আগামী ২০ মে পঞ্চম দফায় ভোট আমেথি এবং রায়বরেলিতে। শুক্রবারই এই দুই কেন্দ্রের জন্য প্রার্থীদের মনোনয়ন পেশের শেষ দিন। তাই প্রার্থী হিসাবে নাম ঘোষণার দিনই মনোনয়ন পেশ করতে হবে রাহুল এবং কিশোরীলালকে। এদিকে আমেথি থেকে এবারও প্রার্থী হয়েছেন বিজেপির স্মৃতি ইরানি। তিনি ইতিমধ্যে মনোনয়নও জমা দিয়ে ফেলেছেন। আর রায়বরেলিতে বিজেপি প্রার্থী করেছে উত্তরপ্রদেশের মন্ত্রী দীনেশ প্রতাপ সিংকে।

Author

Spread the News