পাথারকান্দিতে মিজোরামকে হারাল টিলাবাড়ি
মোহাম্মদ জনি, করিমগঞ্জ।
বরাক তরঙ্গ, ২৮ সেপ্টেম্বর : পাথারকান্দি স্পোর্টস কমিটি আয়োজিত সুখময় সিংহ ও কৃষ্ণমোহন সিনহা মেমোরিয়াল ফুটবল টুর্নামেন্টে মিজোরাম এফসিকে হারিয়ে জয়ী হল টিলাবাড়ি একাদশ। তারা মিজোরামকে ৩-০ গোলে হারায়। শনিবার মুণ্ডমালা খেলার মাঠে ম্যাচের শুরুতেই গোল দিয়ে চাপে ফেলে দেয় মিজোরামকে টিলাবাড়ি। খেলার ১ মিনিটে গোল করে দলকে এগিয়ে নিয়ে যান রুইটমাইয়া। ১১ মিনিটে কেলভিনের আরও একটি গোল করে ব্যবধান বাড়িয়ে দেন। সমতা ফেরানোর লক্ষ্যে মিজোরাম দলের খেলোয়াড়রা লাগাতার আক্রমণ করলেও গোল করতে সফল হয়নি।
দ্বিতীয়ার্ধের অন্তিম মুহূর্তে টিলাবাড়ি হয়ে যমিওসাঙ্গার দুর্দান্ত শট মেরে জাল কাঁপালে গোলের সংখ্যা দাড়ায় ৩-০। ম্যাচ পরিচালনা করেন সুমন পুরকায়স্থ, আব্দুল আহাদ পাখি, মনতোষ সিনহা ও অভিজিৎ সিনহা। রবিবার মুখোমুখি হবে বাজারঘাট ফিস মার্কেট একাদশ ও রাতাবাড়ি এফসি।