এডিআর পরীক্ষা : সকাল সাড়ে আটটা থেকে বন্ধ নেট
বরাক তরঙ্গ, ২৮ সেপ্টেম্বর : অসম ডিরেক্ট রিক্রুটমেন্ট এক্সামিনেশন (এডিআরই)-য়ের দ্বিতীয় পর্যায়ের পরীক্ষার জন্য গোটা রাজ্যে রবিবার সকাল সাড়ে আটটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত বন্ধ রাখা হবে মোবাইল ইন্টারনেট। দ্বিতীয় পর্যায়ে ৭ লক্ষ ৩৪ হাজার আবেদনকারী পরীক্ষায় বসছে এবং পরীক্ষা হবে দুই শিফটে।
রাজ্যের ২৭টি জেলায় ৮২২টি কেন্দ্রে পরীক্ষা হবে এদিন। সকাল ৯ টা থেকে শুরু হবে তৃতীয় শ্রেণির পদের জন্য স্নাতকস্তরের আবেদনকারীদের পরীক্ষা। দ্বিতীয় শিফট, অর্থাৎ দুপুর দেড়টায় শুরু হবে মাধ্যমিক-স্তরের ড্রাইভার পোস্টের জন্য পরীক্ষা। এই পরীক্ষা শেষ হবে বিকেল সাড়ে চারটায়। এই কথা মাথায় রেখে রাজ্য সরকারের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, রবিবার সকাল সাড়ে আটটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত মোবাইল ইন্টারনেট বন্ধ রাখা হবে। পুলিশের তরফে জানানো হয়েছে, পরীক্ষার জন্য যে এসওপি বেঁধে দেওয়া হয়েছে এর আওতায় পরীক্ষার্থীরা কেন্দ্রে প্রবেশ করতে পারবেন। মোবাইল ইন্টারনেট বন্ধ রাখার কারণ হচ্ছে, কোনওভাবেই যাতে পরীক্ষায় কেউ নকল ব্যবহার করতে না পারে।