পালংঘাটে জয়ী নাগাখাল, হ্যাটট্রিক জয়েলের

বরাক তরঙ্গ, ২৮ সেপ্টেম্বর : মুনলাইট ক্লাব পালংঘাটের ব্যবস্থাপনায় ও ইউটোপিয়া এনজিও কাবুগঞ্জের সহযোগিতায় সিসিজেসি পালংঘাট এইচএস স্কুলের খেলার মাঠে আয়োজিত পীযূষচন্দ্র দাস স্মৃতি গ্রামীণ ফুটবল চ্যাম্পিয়নশিপে ৫-১ গোলে জয়ী নাগাখাল জিপি দল। শনিবার তারা মুখোমুখি হয়  কাবুগঞ্জ দলের। ম্যাচের হ্যাটট্রিক গোল করেন জয়েল পস্না। ১২, ২২ ও ৫২ মিনিটে দু’টি গোল করেন নাগাখাল দলের জয়েল পস্না। ২৭ মিনিটে গোল করেন রিভেল লাটম। খেলার প্রথমার্ধে ৩-০ গোলে এগিয়ে থাকে নাগাখাল দল। ম্যাচের দ্বিতীয়ার্ধের ৩৪ মিনিটে আরেকটি গোল করেন নাগাখাল রেঞ্জিল। এদিকে কাবুগঞ্জ দলের হয়ে ৫০ মিনিটে একমাত্র গোল করেন রিংকু দাস। অবশেষে ৫-১ গোলেই জয়ী হয় নাগাখাল। ম্যাচে সেরা খেলোয়াড় নির্বাচিত হন জয়েল পস্না। তার হাতে ম্যান অব দ্যা ম্যাচ ট্রফি তুলে দেন অতিথি আশিস দে ও বিনোদ গোয়ালা।

খেলা পরিচালনা করেন প্রবীণ বর্মন, আবু আব্বাস লস্কর, জাফর বড়ভুইয়া ও মুস্তাক লস্কর।আগামীকাল রবিবার মুখোমুখি হবে দিদারখুশ দল বনাম সুকতলা দল।

পালংঘাটে জয়ী নাগাখাল, হ্যাটট্রিক জয়েলের
পালংঘাটে জয়ী নাগাখাল, হ্যাটট্রিক জয়েলের

Author

Spread the News