ক্লেভারহাউস ফুটবলে সোনাই ওয়াঙ্গার জয়ী

বরাক তরঙ্গ, ২৮ সেপ্টেম্বর : শনিবার ক্লেভারহাউস ফুটবল টুর্নামেন্টে জয়ী হল সোনাই ওয়াঙ্গার এফসি। স্থানীয় পানিভরা (ক্লেভারহাউস) এলপি স্কুলের খেলার মাঠে এদিন প্রতিপক্ষ শিবশক্তি ক্লাবকে ৩-০ গোলে পরাজিত করে টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডে উঠল সোনাই ওয়াঙ্গার এফসি। 

এদিন খেলার প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে যায় সোনাই ওয়াঙ্গার এফসি। খেলার ৬ ও ৭ মিনিটে নিজ দলের হয়ে গোল করেন বিনোদ ও চানুপা। অপরদিকে শিবশক্তি ক্লাব প্রথমার্ধে কোন গোল করতে পারেনি।প্রথমার্ধের লিড নিয়ে উজ্জীবিত সোনাই ওয়াঙ্গার এফসি দ্বিতীয়ার্ধে ঝাঁপিয়ে পড়ে। খেলার ৪৬ মিনিটে দুর্দান্ত গোল করেন সানাথৈ । শেষ পর্যন্ত ৩-০ গোলে জয়লাভ করে টুর্নামেন্টের পরবর্তী রাউন্ডে পৌঁছে যায় সোনাই ওয়াঙ্গার এফসি দল।

এদিনের খেলা পরিচালনা করেন নির্মল সিং, রাজকুমার ভর ও অজি উদ্দিন। ম্যাচ সেরা খেলোয়াড় নির্বাচিত হন সোনাই ওয়াঙ্গার এফসি দলের খেলোয়ার সানাথৈ। তার হাতে ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার তুলে দেন  আমন্ত্রিত অতিথি বিজেপি যুবমোর্চার চাতলা মণ্ডল সভাপতি কেশব শর্মা। রবিবার কোন খেলা নেই, একথা জানান আয়োজক কমিটির সম্পাদক সুমন কুর্মী। 

ক্লেভারহাউস ফুটবলে সোনাই ওয়াঙ্গার জয়ী
ক্লেভারহাউস ফুটবলে সোনাই ওয়াঙ্গার জয়ী

Author

Spread the News