বিজেপির পৃষ্ঠা প্রমুখ সম্মেলন অনুষ্ঠিত লক্ষীপুরে
বরাক তরঙ্গ, ১৭ মার্চ : ‘আপকি বার চারশো পার’ করার প্রধানমন্ত্রীর লক্ষকে সফল করতে রবিবার কাছাড়ের লক্ষীপুর কেন্দ্রে ভারতীয় জনতা পার্টির পৃষ্ঠা প্রমুখ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রদেশ বিজেপির সাংগঠনিক সম্পাদক রবীন্দ্র রাজু উপস্থিত থেকে ৩ হাজার পৃষ্ঠা প্রমুখের সামনে দলের সাংগঠনিক বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। এছাড়া রবীন্দ্র রাজুর উপস্থিতিতে বিভিন্ন দল সংগঠন ছেড়ে ২৮৯৪ জন আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ করেন। আসন্ন লোকসভা নির্বাচনকে ঘিরে ইতিমধ্যে বরাকের রাজনীতি তুঙ্গে উঠেছে। প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পর থেকেই উপত্যকাজুড়ে বিভিন্ন রাজনৈতিক দল নিজের প্রার্থীকে জিতিয়ে আনতে কমর কষে প্রচারে নেমেছেন।
বিভিন্ন দল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন ৪ শতাধিকঅ______
এদিকে নির্বাচনের প্রাকমুহূর্তে বিজেপি নাগরিকত্ব সংশোধনী আইন দেশজুড়ে বলবৎ করে ধর্মীয় প্রতারনার শিকার হয়ে ভারতে আসা সকল উদ্বাস্তুদের নাগরিকত্ব প্রদানের মাধ্যমে সম্মান দেওয়ার ঘোষণা করেছেন। বিষয়টি নিয়ে বিরোধী দলগুলো ‘কা’র বিরুদ্ধে আওয়াজ তীব্রতর করে বিরোধীতায় মাঠে নেমেছে। বিশ্বের সবচেয়ে বড় এই লোকতান্ত্রিক উৎসবে শাসক দল বিজেপির “আপকি বার চারশো পার” লক্ষ এক বিশাল প্রশ্ন চিহ্নের মুখে এসে দাড়ালেও লক্ষীপুর কেন্দ্রে আয়োজিত বিজেপির পৃষ্ঠা প্রমুখ সম্মেলনে দলের প্রদেশ সাংগঠনিক সম্পাদক রবীন্দ্র রাজুকে বিশাল জনসভায় উন্নয়ন ও বিকাশের দোহাই দিয়ে শিলচর লোকসভা আসনের বিজেপি প্রার্থী পরিমল শুক্লবৈদ্যের জয়যাত্রায় জনগণকে সহায়ক হওয়ার আহ্বান জানিয়েছেন। সম্মেলনে লক্ষীপুরের বিধায়ক কৌশিক রায়, রীণা সিংহ, কণাদ পুরকায়স্থ ও বিজেপির জেলা সভাপতি বিমলেন্দু রায় সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।