প্রধানমন্ত্রী সামনে পরিবেশিত হয় বড়ো সম্প্রদায়ের ঐতিহ্যবাহী বাগুরুম্বা দ’হৌ নৃত্য____
বরাক তরঙ্গ, ১৭ জানুয়ারি : সরুসজাইয়ে আয়োজিত ‘বাগুরুম্বা দ’হৌ’ অনুষ্ঠানে ভাষণ দিয়ে প্রধানমন্ত্রী মোদি কংগ্রেসের তীব্র সমালোচনা করেন। গুয়াহাটিতে প্রধানমন্ত্রী মোদি কংগ্রেস দলকে আক্রমণ করে অনুপ্রবেশের প্রসঙ্গ তোলেন। তিনি বলেন, কংগ্রেস দল অনুপ্রবেশকারীদের পছন্দ করে, কারণ তারা কংগ্রেসের ভোটব্যাঙ্ক। আজকের ভাষণে প্রধানমন্ত্রী বড়ো জনগোষ্ঠীর উন্নয়ন, অসমের সংস্কৃতি এবং সেমিকন্ডাক্টর ইউনিট নিয়ে কংগ্রেসের বিরোধিতার কথাও উল্লেখ করেন। শনিবার সরুসজাইয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সামনে পরিবেশিত হয় বড়ো সম্প্রদায়ের ঐতিহ্যবাহী বাগুরুম্বা দ’হৌ নৃত্য। এতে ১০ হাজারেরও বেশি শিল্পী অংশগ্রহণ করেন। গুয়াহাটির সরুসজাইয়ে ঐতিহাসিক বাগুরুম্বা নৃত্যের সাক্ষী হয়ে থাকে গোটা বিশ্ব।
বিহুর বিশ্ব রেকর্ড এবং ‘ঝুমইর বিনন্দিনী’ অনুষ্ঠানে অংশগ্রহণের অভিজ্ঞতা ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। এই আয়োজনের সঙ্গে যুক্ত সকলকে প্রধানমন্ত্রী ধন্যবাদ জানান। বড়ো ঐতিহ্য ও পরম্পরাকে সম্মান জানানোই আমাদের উদ্দেশ্য বলে তিনি উল্লেখ করেন। বড়ো জাতির জন্য কালিচরণ ব্রহ্ম, সীতানাথ ব্রহ্ম ও উপেন্দ্র ব্রহ্মের ত্যাগ ও অবদানকে স্মরণ করেন প্রধানমন্ত্রী।

রাজ্যপাল লক্ষ্মণ প্রসাদ আচার্য এবং মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাসহ অন্যান্য নেতা-কর্মী ও সাধারণ মানুষ প্রধানমন্ত্রী মোদির সঙ্গে এই অনুষ্ঠানের সাক্ষী হন। মহানগরীর সরুসজাই এলাকার অর্জুন ভোগেশ্বর বরুয়া স্টেডিয়ামে ‘বাগুরুম্বা দ’হৌ ২০২৬’ শীর্ষক এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। ২৩টি জেলার ৮১টি বিধানসভা কেন্দ্রের প্রায় ৮ হাজার নৃত্যশিল্পীসহ মোট ১০ হাজারেরও বেশি শিল্পী এতে অংশগ্রহণ করেন।
প্রধানমন্ত্রী মোদির উপস্থিতিতে খাম, চিফুং ও চেরজা বাদ্যযন্ত্রের সুর ও তালে নৃত্য পরিবেশন করে শিল্পীরা সকলকে মুগ্ধ করে তোলেন। উল্লেখযোগ্য যে, ১২, ১৩, ১৪ ও ১৫ জানুয়ারি থেকে সরুসজাইয়ে অসমের বিভিন্ন প্রান্তের শিল্পীদের নিয়ে মহড়ার আয়োজন করা হয়েছিল, যেখানে তাঁদের নিখুঁত ও দৃষ্টিনন্দন নৃত্য পরিবেশনের প্রশিক্ষণ দেওয়া হয়।



