শুধু দেশ নয়, সমাজকেও বিভাজিত করেছে কংগ্রেস : কনাদ পুরকায়স্থ
বরাক তরঙ্গ, ১৬ নভেম্বর : বৃহস্পতিবার রংপুর শিমুলতলায় শিলচর সাব ডিভিশনাল এসসি ডেভেলাপম্যান্ট বোর্ডের উদ্যোগে ও বিজেপি তপশিলি জাতি মোর্চা রংপুর মণ্ডল কমিটির সহযোগিতায় আয়োজিত হয় এসসি সার্টিফিকেট প্রদানের এক সুপারিশ কর্মশালা। এদিনের অনুষ্ঠানে মুখ্য অতিথি রূপে উপস্থিত ছিলেন বিজেপির অসম প্রদেশ কমিটির অন্যতম সম্পাদক কনাদ পুরকায়স্থ।
রংপুর শিমুলতলায় এসসি সার্টিফিকেট প্রদানের সুপারিশ কর্মশালা______
বিজেপি তপশিলি জাতি মোর্চার রংপুর মণ্ডল সভাপতি মনোরঞ্জন দাসের পৌরহিত্যে আয়োজিত এদিনের কর্মশালায় বক্তব্য রাখতে গিয়ে কনাদ পুরকায়স্থ বলেন, কংগ্রেস দেশের সঙ্গে সঙ্গে সমাজকে বিভিন্ন জাতি গোষ্ঠীতে বিভাজিত করে দীর্ঘদিন দেশ শাসন করেছে। জনগণের মধ্যে ভারতীয়ত্ব বোধকে গৌন করে সম্প্রদায়ভিত্তিক চিন্তাধারাকে প্রাধান্য দিয়ে সমাজে ঐক্য, সংহতি বিনষ্ট করছে। তার বিপরীতে কেন্দ্রে এবং রাজ্যে বিজেপির সরকার গঠনের পর প্রতিটি জাতি, গোষ্ঠী, সম্প্রদায়ের সমউন্নয়ন সুনিশ্চিত করার সাথে সাথে ঐক্য ও সৌভাতৃত্বের বাতাবরণ তৈরি করার মাধ্যমে প্রতিজন ভারতবাসীর মনে দেশাত্ববোধের ভাবকে আরও বেশী করে জাগ্রত করার প্রয়াস চালিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অন্তোদয়ের মন্ত্রকে পাথেয় করে সমাজের শোষিত, বঞ্চিত, আর্থিকভাবে দুর্বল ব্যক্তির আর্থ-সামাজিক অবস্থার উন্নতির মাধ্যমে সমাজের মূল স্রোতে তুলে আনার লক্ষে বিভিন্ন সরকারি স্বনির্ভর মূলক প্রকল্প নিয়ে আসার সঙ্গে সঙ্গে ভারতবর্ষকে একটি উন্নত, শক্তিশালী ও বৈভবশালী রাষ্ট্র হিসাবে বিশ্বে প্রতিষ্ঠিত করার প্রতিজ্ঞা নিয়ে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ঠিক একই ভাবে আসামকে দেশের পাঁচটি উন্নত রাজ্যের পরিধির মধ্যে নিয়ে আসার লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছেন মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা। যা ৭০ বছরেও করতে পারেনি কংগ্রেস। এই মহান উদ্দেশ্যকে সফল করার জন্যে সবাইকে এগিয়ে আসার আহবান জানান কনাদ।
এদিনের কর্মশালায় বক্তব্য রাখতে গিয়ে শিলচর সাব ডিভিশনাল এসসি ডেভেলাপম্যান্ট বোর্ডের চেয়ারম্যান আইনজীবী নীহাররঞ্জন দাস বলেন, শিলচরে বিজেপি পরিচালিত বোর্ড গঠনের পর এসসি সম্প্রদায়ের লোকদের সহজে জাতির প্রমাণ পত্র প্রদানের জন্য কাছাড়ের প্রতিটি অঞ্চলে সার্টিফিকেট প্রদানের সুপারিশ কর্মশালা আয়োজনের উদ্যোগ নিয়েছি আমরা। এই কর্মসূচীর অধীনে আজ এখানে ৩৬ তম কর্মশালার আয়োজন করেছি আমরা, মন্তব্য করেন নীহার বাবু। তিনি বলেন আমাদের অভিযান চলতে থাকবে কারণ আমরা ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়েছি কাছাড়ে কম করেও এধরণের পঞ্চাশটি কর্মশালা করবো যাতে সাধারণ মানুষকে সার্টিফিকেটের জন্য কোন ধরণের হয়রানি হতে না হয়।
কর্মশালায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিজেপি রংপুর মণ্ডল সভাপতি বিশ্বজিত দাস, শিলচর সাব ডিভিশনাল এসসি ডেভেলাপম্যান্ট বোর্ডের সদস্য রানু দাস প্রমুখ। উপস্থিত ছিলেন রংপুর মন্ডল এসসি মোর্চার সহসভাপতি অনিরুদ্ধ দাস, বুথ সভাপতি নীলরতন দাস, সামাজিক মাধ্যম কোষের সদস্য অমিতকুমার রায় সহ অন্যান্যরা।