বরাকে প্রশাসনিক পরিবর্তনের তীব্র প্রতিবাদ কংগ্রেস, এআইইউডিএফ, তৃণমূলের

বরাক তরঙ্গ, ৩ জানুয়ারি : ডিলিমিটেশনের আগে বরাকের তিন জেলার প্রশাসনিক পরিবর্তনের তীব্র প্রতিবাদ জানাল কংগ্রেস, এআইইউডিএফ, তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার এআইইউডিএফের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক তথা সোনাই বিধায়ক করিম উদ্দিন বড়ভূইয়া সাংবাদিক ডেকে এ সিদ্ধান্তের তীব্র ভাষায় প্রতিবাদ করেন। তিনি বলেন, আরএসএস এর নির্দেশ মতে মুসলিমদের রাজনৈতিক অধিকার খর্ব করতে ডিলিমিটেশন ও প্রশাসনিক পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী।

রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব বলেন, সাংবিধানিক ভাবে ডিলিমিটেশন হলে কোন আপত্তি নেই। যারা বের হবেন বা অন্তর্ভুক্ত হবেন তাদের মতামত নিতে হবে। বরাকের তিন জেলার প্রশাসনিক পরিবর্তনে চরম দুর্ভোগ পোহাতে হবে। এই সিদ্ধান্ত নেওয়ার আগে জনগণের মতামত নেওয়া উচিত ছিল।

সরকারের এ সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানালো শিলচর জেলা কংগ্রেস। এই সিদ্ধান্ত কোন ভাবে নেওয়া যাবে না। এর বিরোধিতা করে রাজ্যপালের কাছে স্মারকপত্র প্রদান করা হয়েছে। আইনি পদক্ষেপ নিতে চিন্তা ধারণা করছে কংগ্রেস। এ দিন সাংবাদিক সম্মেলন করে সরকারের এহেন সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়ে একথা জানান জেলা সভাপতি তমালকান্তি বণিক।

Author

Spread the News