যোগাসনে জাতীয় পর্যায়ে দু’টি পদক লাভ করা সনু পালকে সংবর্ধনা
বরাক তরঙ্গ, ৬ নভেম্বর : ৩৪তম রাষ্ট্রীয় খেলকুদ (যোগাসন) সমারোহ তে অংশ গ্রহণ করে দুটি পদক লাভ করে বরাক উপত্যকার পাশাপাশি করিমগঞ্জ জেলার সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে কর্ণমধু সরস্বতী বিদ্যারনিকেতনের দশম শ্রেণীর ছাত্র সনু পাল। সোমবার তাকে এক অনুষ্ঠানের মাধ্যমে বরণ করা হয়। অনুষ্ঠানের শুরুতে ওঙ্কার, ভারত মাতা, মা সরস্বতীর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা ও পুষ্পার্ঘ্য অর্পণ করেন বিদ্যানিকেতনের অধ্যক্ষ সমীরণ চক্রবর্তী।
অনুষ্ঠানে মুখ্য অতিথি প্রেস ক্লাব করিমগঞ্জের সম্পাদক তথা বিশিষ্ট সাংবাদিক অরূপ রায় তার বক্তব্যে বলেন, আজ আমাদের গর্বের দিন। করিমগঞ্জের মর প্রত্যন্ত পিছিয়ে পড়া অঞ্চলের একটি ছাত্র সর্বভারতীয় প্রতিযোগিতায় অংশ নিয়ে পর পর দু’টি পদক লাভ করতে সক্ষম হয়েছে। তার এই পদক জেলার সুনাম অর্জন করেছে। সাংবাদিক রায় বলেন এই পদক সনুর একা নয় এটা এই শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে গোটা জেলার। তাকে অনুকরণ করে আগামীদিনে এই শিক্ষা প্রতিষ্ঠান আরও অধিক পদক নিয়ে আসুক একি সঙ্গে আগামীতে সনু স্বর্ন পদক নিয়ে আসবে বলে আমাদের বিশ্বাস। তিনি সনুর এই পদক অনুসরণ করে আগামীতে তারাও খেলাদুলায় ও অন্যান্য ক্ষেত্রে স্কুলের সুনাম অর্জন করার বিশেষ ভূমিকা নেওয়ার আবেদন জানান।
এদিন সনু পালের পদক ও মানপত্র তুলে দেন সাংবাদিক অরূপ রায়,ও আচার্য নিরুপম পুরকায়স্থ। উল্লেখ্য, ২৭ থেকে ৩১ অক্টোবর ওড়িশার কেশব ধামে সরস্বতী বিদ্যা নিকেতনের ৩৪ তম রাষ্ট্রীয় খেলকুদ (যোগাসন) সমারোহতে সাড়া দেশের ১১ টি ক্ষেত্রের ৩৫৯ জন ছাত্রছাত্রী অংশ গ্রহণ করে। তাদের মধ্যে একক ভাবে যোগাসনে একটি সিলভার পদক ও দলগত ব্রোঞ্জ পদক লাভ করে।
প্রতিবেদক : মোহাম্মদ জনি, করিমগঞ্জ।