চিত্র উজ্জ্বল আর্ট স্কুলের বার্ষিক আঁকা পরীক্ষা সম্পন্ন

মোহাম্মদ জনি, পাথারকান্দি।
বরাক তরঙ্গ, ১৬ নভেম্বর : রঙ–তুলির মধুর মেলবন্ধনে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো চিত্র উজ্জ্বল আর্ট স্কুলের বাৎসরিক অঙ্কন পরীক্ষা। ইচাবিল হরিমন্দির স্থিত কমিউনিটি হলে শনিবার সকাল ৯টায় শুরু হয়ে দুপুর ১২টায় শেষ হয় এ বছরের বার্ষিক আঁকাপরীক্ষা প্রতিবছরের মতো এবারও বিভিন্ন কেন্দ্রের অঙ্কনশিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে দিনটি হয়ে উঠেছিল রঙের উৎসব। বাজারিছড়া, কটামনি, মানিকবন্দ, লোয়াইরপোওয়া ও সলগই আর্ট সেন্টার—এই পাঁচটি কেন্দ্র থেকে মোট ৯৫ জন ছাত্রছাত্রী পরীক্ষায় অংশ নেয়।এদিন পরীক্ষার সার্বিক তত্ত্বাবধানে উপস্থিত ছিলেন ঊনকোটি জেলার পেচার্থল রামধনু আর্ট স্কুলের অঙ্কন শিক্ষক তুষার দাস। তাঁর উপস্থিতি পরীক্ষার্থীদের জন্য ছিল বিশেষ অনুপ্রেরণাদায়ক।

এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় সমাজসেবক ও শুভাকাঙ্ক্ষীরা বিজেন্দ্র দাস, সুচরিত পাল, সুরজকুমার কানু  অমিতাভ দে, সুজয় পাল এবং বিপুল সংখ্যক অভিভাবকবৃন্দ। তাঁদের উপস্থিতিতে পরীক্ষার পরিবেশ হয়ে ওঠে আরও উচ্ছ্বাসময় ও উৎসাহব্যঞ্জক।পরীক্ষাটির প্রতিটি ধাপ অত্যন্ত সুচারুভাবে পরিচালনা করেন চিত্র উজ্জ্বল আর্ট স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষক প্রদীপ দেবনাথ। তাঁর সহকারী হিসেবে দায়িত্ব পালন করেন বর্ণা দেব, শিবা দাস, অনামিকা দাস, পায়েল পাল এবং আরও কয়েকজন কর্মী। সবার সমন্বিত প্রচেষ্টায় পরীক্ষা সম্পূর্ণভাবে নিরবচ্ছিন্ন, সুন্দর ও নিয়মশৃঙ্খলার মধ্য দিয়ে সম্পন্ন হয়।পরীক্ষায় অংশ নেওয়া ছোট্ট শিল্পীদের রঙ, রেখা, ছায়া, কল্পনা ও দক্ষতার বহুমাত্রিক প্রকাশ নজর কাড়ে উপস্থিত সকলের।শিক্ষার্থীদের ভিন্নধর্মী ভাবনা, প্রকৃতি ও পরিবেশ নিয়ে চিত্রায়ণ, স্বাধীন কল্পনা কিংবা সামাজিক বার্তা—সব মিলিয়ে দিনটি হয়ে ওঠে রঙিন সৃষ্টির উৎসব।অভিভাবকরা জানান এ ধরনের পরীক্ষা শুধু দক্ষতা যাচাই নয়, বরং শিশুদের মনন, ধৈর্য, সৃজনশীলতা ও আত্মবিশ্বাস বাড়াতে বড় ভূমিকা রাখে।চিত্র উজ্জ্বল আর্ট স্কুলের বার্ষিক পরীক্ষা শুধুই একটি পরীক্ষা নয়—এটি ছোট ছোট শিল্পীদের বিকাশ, সৃজনশীল চিন্তার প্রসার এবং শিল্পকে ভালোবেসে বড় হওয়ার একটি সুন্দর প্রক্রিয়া।আয়োজকদের দায়িত্বশীলতা ও শিক্ষার্থীদের মেধা–অভিরুচি মিলিয়ে দিনটি সত্যিই হয়ে উঠেছে রঙে–রসে ভরপুর এক স্মরণীয় আয়োজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *