গুয়াহাটিতে এআইডিএসও’র জেলা সম্মেলন, গঠিত কমিটি

বরাক তরঙ্গ, ১৬ ফেব্রুয়ারি : শিক্ষা, সংস্কৃতি ও মানবতা রক্ষা ও চূড়ান্ত শিক্ষা বিরোধী জাতীয় শিক্ষা নীতি -২০২০ বাতিল, মাতৃভাষা মাধ্যমের সরকারি স্কুল রক্ষা ইত্যাদি অঙ্গীকার নিয়ে গুয়াহাটিতে জেলা সম্মেলন অনুষ্ঠিত হয় এআইডিএসও’র। রবিবার গুয়াহাটির বিষ্ণু নিৰ্মলা ভবনে সংগঠনের প্রথম গুয়াহাটি জেলা ছাত্ৰ সম্মেলন অনুষ্ঠিত হয়। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্ৰছাত্ৰীর উপস্থিতিতে অনুষ্ঠিত সম্মেলনে পড়ুয়াদের নানা সমস্যা নিয়ে আলোচনা করা হয়। সন্মেলনের প্রকাশ্য সভায় বক্তব্য রাখেন সংগঠনের রাজ্য কমিটির সহসভাপতি পল্লব পেগু। তিনি বলেন, এআইডিএসও’র জন্মলগ্ন থেকেই নিরবিচ্ছিন্ন ভাবে উন্নত নীতি-নৈতিকতার ভিত্তিতে ছাত্ৰ আন্দোলন গড়ে তোলার চেষ্টা সমগ্ৰ দেশেই অব্যাহত রয়েছে। বিজ্ঞানভিত্তিক সঠিক দৃষ্টিভঙ্গি গণতান্ত্রিক, বৈজ্ঞানিক, ধৰ্মনিরপেক্ষ ও সৰ্বজনীন শিক্ষার অধিকার অৰ্জনের জন্য ছাত্র আন্দোলন গড়ে তোলার ঐতিহাসিক প্রয়োজন পূরণ করতেই এই ছাত্র সংগঠনের জন্ম হয়।

প্ৰতিনিধি সভায় বক্তব্য রাখেন এসইউসিআই (কমিউনিস্ট) দলের গুয়াহাটি জেলা কমিটির সম্পাদক পিন্টু দেবনাথ। তিনি বলেন, এমন একটি সময়ে আজ ছাত্ৰ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে যখন শিক্ষার প্ৰাণসত্বা ধ্বংসকারী জাতীয় শিক্ষা নীতি, ২০২০ কাৰ্যকর করার মধ্য দিয়ে শিক্ষার সৰ্বাত্মক ব্যবসায়ীকরণ, কেন্দ্ৰীয়করণ ও সাম্প্রদায়িকীকরণের প্ৰক্ৰিয়া তীব্ৰতর করা হবে। সরকারি স্কুল বন্ধের অভিযান চালিয়ে ইতিমধ্যে অসমে ৯ হাজারের বেশি মাতৃভাষা মাধ্যমের সরকারি স্কুল বন্ধ করা হয়েছে। এই শিক্ষা নীতি স্কুল বন্ধের অভিযানকে পূর্ণ সমর্থন জানিয়েছে। শুধু তাই নয়, এই জ্বলন্ত সমস্যাগুলো সমাধানের বিপরীতে প্রাক প্রাথমিক থেকে দ্বিতীয় শ্রেণী পর্যন্ত পাঠদানের দায়িত্ব পরিকাঠামোহীন অঙ্গনওয়াড়ি কেন্দ্রের হাতে তুলে দেওয়া হয়েছে। তৃতীয় থেকে ৬ষ্ঠ শ্রেণি পর্যন্ত প্রায় পাঠ্যপুস্তকহীন পাঠদান, ৬ষ্ঠ শ্ৰেণি থেকে দরিদ্র ঘরের ছাত্রছাত্রীদের বৃত্তিমূলক শিক্ষার নামে অংক, বিজ্ঞান সহ জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে শিক্ষাদানের পরিবৰ্তে সাধারণ হাতের কাজ শেখানোর শিক্ষা দেওয়ার অপচেষ্টা চলছে। ইতিমধ্যে স্নাতক স্তরে ব্যর্থ সেমিস্টার ও মাল্টিডিসিপ্লেনারী কোর্স এখন নবম শ্ৰেণী থেকে প্ৰবৰ্তনের পরিকল্পনা রচনা করা হয়েছে।

গুয়াহাটিতে এআইডিএসও'র জেলা সম্মেলন, গঠিত কমিটি

তিনি বলেন, স্নাতক স্তরে চার বছরের পাঠ্যক্ৰম প্ৰবৰ্তনের মধ্য দিয়ে শিক্ষাকে ব্যয়বহুল করার পাশাপাশি সামগ্রিক জ্ঞানার্জনের প্ৰক্ৰিয়া ব্যহত হবে। এই পদক্ষেপগুলোর সাথে বিদেশি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস স্থাপন, স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রির পাঠ্যক্রমে ভৰ্ত্তির জন্য সৰ্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা সিইউইটি’র প্ৰবৰ্তন, ব্লেন্ডেড শিক্ষার নামে কার্যত অনলাইন শিক্ষাদানের ব্যবস্থা করা, কলেজগুলোকে বিশ্ববিদ্যালয় থেকে বিচ্ছিন্ন করা ও ইউজিসি, এমসিআই, বিসিআই, এআইসিটিই ইত্যাদি ভঙ্গ করে সৰ্বোচ্চ ক্ষমতাসম্পন্ন আমলাতান্ত্রিক সংস্থা এইচইসিআই গঠনের পদক্ষেপ গ্রহণের সঙ্গে সরকারগুলো শিক্ষা খাতে অত্যন্ত কম বাজেট বরাদ্দ করে শিক্ষার ব্যবসায়ীকরণ, কেন্দ্ৰীয়করণ প্ৰক্ৰিয়ার গতি ত্বরান্বিত করা হবে এবং দরিদ্র পরিবারের ছাত্রছাত্রীদের জন্য শিক্ষার সুযোগ অধিক সংকোচিত হবে।

গুয়াহাটিতে এআইডিএসও'র জেলা সম্মেলন, গঠিত কমিটি

বাজার সংকটে নিমজ্জিত পুঁজিপতি শ্রেণীকে উদ্ধার করতে কেন্দ্ৰীয় ও রাজ্য সরকারগুলো শিক্ষা খণ্ডকে ব্যক্তি মালিকের হাতে তুলে দিতে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছে। এই উদ্দেশ্যে শিক্ষার সামগ্রিক ব্যক্তিগতকরণের ব্লুপ্রিন্ট জাতীয় শিক্ষানীতি’ ১৯৮৬ এর অপূরিত কাজ পূরণে জাতীয় শিক্ষানীতি ২০২০ রচনা করা হয়েছে। এর ফলে সরকারি শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণ ধ্বংস হবে। তাই শিক্ষা, সংস্কৃতি, মানবতার উপর নেমে আসা আক্রমণ প্রতিহত করার স্বাৰ্থে দেশব্যাপী জাত -পাত, ধৰ্ম, বৰ্ণ নিৰ্বিশেষে এক ঐক্যবদ্ধ ছাত্র আন্দোলনকে আরও তীব্ৰতরকরা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে।

এ দিনের সম্মেলনে সব্যসাচী দেবকে সভাপতি, স্মিতা পেগুকে সহসভাপতি এবং সিমি গগৈকে সম্পাদক মনোনীত করে ১৪ জনের গুয়াহাটি জেলা  কমিটি গঠন করা হয়।

Author

Spread the News