সড়ক সুরক্ষা সচেতনতা বৃদ্ধির উদ্দেশে লায়ন্স ও লিও ক্লাব অব শিলচর কেয়ারের ম্যারাথন শিলচরে

বরাক তরঙ্গ, ১৬ ফেব্রুয়ারি : রবিবার সকালে সড়ক সুরক্ষা সচেতনতা বৃদ্ধি জন্য লায়ন্স ক্লাব অব শিলচর কেয়ার ও লিও ক্লাব অব শিলচর কেয়ারের উদ্যোগে উদ্যোগে ও কৃষ্ণা ডায়মন্ড এর পৃষ্ঠপোষকতা শিলচরে অনুষ্ঠিত হলো ম্যারাথন প্রতিযোগিতা। সকাল সাড়ে ছয়টায় লায়ন্স ক্লাব অব শিলচর কেয়ারের সভাপতি লায়ন অনুপ দেব, প্রজেক্ট চেয়ারপার্সন লায়ন অভিষেক চক্রবর্তী ও লায়ন রাজু ভৌমিক, কো চেয়ারপার্সন লায়ন অভিষেক দাস, লায়ন্স ডিস্ট্রিক্ট ৩২২ জি এর ডেপুটি কেবিনে সেক্রেটার লায়ন তাপস সাহা, ডিস্ট্রিক্ট চেয়ারপার্সন রোড় সেফটি লায়ন দিলু দাস, জোন চেয়ারপার্সন সুবির বণীক, রিজোনেল চেয়ারপার্সন লায়ন শংকর প্রসাদ চক্রবর্তী দের উপস্থিতিতে কাঁঠাল পয়েন্টে ম্যারাথনের শুভারম্ভ করেন কাছাড় জেলা পরিবহন অফিসার রমেশ শ্যাম, শিলচরে কাঁঠাল রোড পয়েন্ট থেকে ম্যারাথন শুরু হয়ে হাসপাতাল রোড়, শিলংপট্টি, সার্কেট হাউস রোড হয়ে দেবদূত জেলা ক্রীড়া সংস্থার সম্মুখে এসে শেষ হয় ম্যারাথন।

প্রথম গুয়াহাটির নিক্কি ভারতী, দ্বিতীয় গোলাঘাটের টিকেশ্বর কুর্মী, তৃতীয় হাইলাকান্দির সামস উদ্দিন

এতে রাজ্যের বিভিন্ন স্থানের প্রায় দুই শতাধিক প্রতিযোগিরা অংশগ্রহণ করেন। এতেই প্রথম পুরস্কার লাভ করেন ‌গুয়াহাটির নিক্কি ভারতী (গুয়াহাটি), দ্বিতীয় গোলাঘাটের  টিকেশ্বর কুর্মি ও তৃতীয় হাইলাকান্দির সামস উদ্দিন লস্কর। উপস্থিত অতিথিরা প্রথম পুরস্কার নগদ পনেরো হাজার টাকা, দ্বিতীয় পুরস্কার নগদ দশ হাজার টাকা, তৃতীয় পুরস্কার পাঁচ হাজার টাকা, ট্রফি ও প্রশংসাপত্র বিজয়ীদের প্রদান করেন।

এছাড়াও চতুর্থ আব্দুল সালাম, পঞ্চম অভিষেক মাহালি, ষষ্ঠ সোনু রাজভর, সপ্তম নাসিম উদ্দিন, অষ্টম-গোপাল দাস, নবম-প্রদীপ কর্মকার, দশম আহাদ উদ্দিন চৌধুরী সহ এই ম্যারাথনের সর্বকনিষ্ঠ অংশগ্রহণকারী স্বপ্নীল শর্মা ও রঞ্জিতা কৃষ্ণ মিশ্র, ক্যান্সার রোগী হয়েও ম্যারাথন সম্পন্ন করেছেন এবং সফলভাবে সম্পূর্ণ করেন তাই উনাদের সকলকে মেডেল ও প্রশংসা পত্র প্রদান করা হয়। ওপেন ম্যারাথন প্রতিযোগিতায় মহিলাদের জন্য পৃথক পুরস্কার না থাকলে ও প্রথম মহিলা ম্যারাথন সম্পন্নকারী রঞ্জিতা যাদবকে বিশেষ পুরস্কার প্রদান করা হয়।

সড়ক সুরক্ষা সচেতনতা বৃদ্ধির উদ্দেশে লায়ন্স ও লিও ক্লাব অব শিলচর কেয়ারের ম্যারাথন শিলচরে

ম্যারাথনে অংশগ্রহণ কারিদের জন্য শহরের রাজপথের সামনে পানীয় জলের ব্যবস্থা সহ অংশগ্রহণ করে লায়ন্স ক্লাব অফ শিলচর অনন্ত, লায়ন্স ক্লাব অব শিলচর গ্রেটার,  লায়ন্স ক্লাব অব শিলচর রয়্যালস, লায়ন্স ক্লাব অব শিলচর লায়নেস, লায়ন্স ক্লাব অব শিলচর ভ্যলি ভিউর, শিলচর ভ্যালি ভিউ, লায়ন্স ক্লাব অব উদারবন্দের কর্মকর্তাবৃন্দ দের স্মারক সস্মান প্রদান করা হয়।

পুরস্কার বিতরণী সভা শিলচর ক্রীড়া সংস্থার সামনে অস্থায়ী মঞ্চে অনুষ্ঠিত হয়। লায়ন্স ক্লাব অব শিলচর কেয়ারের সভাপতি লায়ন অনুপ দেবের পৌরহিত্যে অনুষ্ঠিত পুরস্কার বিতরণ সভায় উপস্থিত ছিলেন মূখ্য অতিথি লায়ন্স ডিস্ট্রিক্ট ৩২২ জি এর বিদায়ী ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন নির্মল ভূরা, জেলা পরিবহন অফিসার রমেশ শ্যাম, অনুষ্ঠানে অন্যতম স্পন্সর কৃষ্ণা ডায়মন্ডের পক্ষে শুভাশীষ চক্রবর্তী ও দলজিৎ পতিদার (কিষ্ণা), মায়া জুয়েলারির  রঞ্জিত ভৌমিক, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অতনু ভট্টাচার্য, লায়ন্স ডিস্ট্রিক্ট ৩২২ জি র ডিস্ট্রিক্ট চেয়ারপার্সন ( সড়ক সুরক্ষা) লায়ন দিলু দাস, লিও ক্লাব অব শিলচর কেয়ারের সভাপতি লিও নিরুপম দেব প্রমুখ। লায়ন্স ক্লাব অব শিলচর কেয়ারের পক্ষে অতিথিদের উত্তরীয় ও স্মারক দিয়ে বরণ করেন ক্লাব সস্পাদক লায়ন মলয় পাল, লায়ন অভিষেক দাস, লায়ন পাপান শর্মা, লায়ন সুবির বণীক, লায়ন রাজু ভৌমিক, লায়ন সঞ্জয় পাল প্রমুখ।

সড়ক সুরক্ষা সচেতনতা বৃদ্ধির উদ্দেশে লায়ন্স ও লিও ক্লাব অব শিলচর কেয়ারের ম্যারাথন শিলচরে

এছাড়াও ম্যারাথন কে সুস্ট ভাবে সম্পূর্ণ করতে শহরের বিভিন্ন পয়েন্টে সেচ্ছাসেবক দের মধ্যে ছিলেন লিও লায়ন সংখায়ন পাল, ধৃতি সুন্দর পাল, রন্তদীপ দত্ত, আকাশ সিং, শুভজিৎ পাল, সোয়েতা দে, বিপাশা ভট্টাচার্য চিরাগ দেবরায়, শেয়া নাগ, রণদীর দত্ত, কোণালদীপ ভট্টাচার্য, নেতাজি ছাত্র যুব সংস্থার পক্ষে ননীগোপাল দেব, দেবাশিস দাস (নিলু), অনামিকা পাল, মৃণাল দাস প্রমুখ।

পুরস্কার বিতরণী সভায় সভাপতি লায়ন অনুপ দেবের স্বাগত বক্তব্যের পর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অতনু ভট্টাচার্য তাঁর বক্তব্যে লায়ন্স ক্লাব অব শিলচর কেয়ারের ম্যারাথন নির্ধারিত সময়ে শুরু করে সুন্দর ভাবে সমাপ্ত করার জন্য প্রশংসা করেন। জেলা পরিবহন অফিসার রমেশ শ্যাম তাঁর বক্তব্যে সড়ক দুর্ঘটনায় প্রতিদিন চার শতাধিক এর বেশী এবং বছরে দুই লক্ষের বেশি প্রাণহানি হয় দেশে। তাই সকলের যৌথ প্রচেষ্টায় তা কমাতে সক্ষম। ডিস্ট্রিক্ট চেয়ারপার্সন (সড়ক সুরক্ষা) লায়ন দিলু দাস ট্রাফিক নিয়ম এবং সড়ক সুরক্ষার পঞ্চসূত্র মেনে যান বাহন চালালে দূর্ঘটনায় প্রাণহানির সম্ভাবনা কমানো যাবে, মূখ্য অতিথি তথা বিদায়ী ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন নির্মল কুমার ভূরা তাঁর বক্তব্যে, লায়ন্স ক্লাবের কর্মকর্তাদের চালকদের মধ্যে চক্ষু পরীক্ষা শিবির করানোর পরামর্শ দেন এবং সকলকে সড়ক সুরক্ষার নীতি নির্দেশ মেনে চলার জন্য অনুরোধ করেন। ডিস্ট্রিক্ট ডেপুটি কেবিনে সেক্রেটার তথা কেয়ারের প্রতিষ্ঠাতা সভাপতি লায়ন তাপস সাহা ও প্রজেক্ট চেয়ারপার্সন লায়ন অভিষেক চক্রবর্তী প্রাসঙ্গিক বক্তব্য রাখেন এবং আগামীতেও আরও আকর্ষণীয় ভাবে ম্যারাথন করার ঘোষণা করেন। ধন্যবাদ সূচক বক্তব্য রাখেন লিও সভাপতি নিরুপম দেব। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন লায়ন কৃষাণু ভট্টাচার্য।

Author

Spread the News