আ‌ছিমগঞ্জ জি‌পি‌র দুর্নী‌তির তদ‌ন্তে সিএম ভিজিল্যান্স টিম

বরাক তরঙ্গ, ৪ জানুয়ারি : করিমগঞ্জ জেলায় ফের মুখ্যমন্ত্রী ভিজিল্যান্স টিম। এবার পাথারকান্দির দুর্নীতি বিরোধী বিধায়ক কৃষ্ণেন্দু পালের বিধানসভার কেন্দ্রের পাথারকা‌ন্দির উন্নয়ন খণ্ডের আ‌ছিমগঞ্জ জি‌পি‌তে সংঘ‌টিত পাহাড় প্রমাণ দুর্নী‌তির তদ‌ন্তে মা‌ঠে নামল সিএম ভিজিল্যান্সের পাঁচ জনের বিশেষ টিম।

প্রাপ্ত খবর অনুযায়ী, জিপিতে বি‌ভিন্ন সরকা‌রি প্রক‌ল্পে নয়ছ‌য়ের পাশাপা‌শি নব্বইটি প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা হাপিসের অভিযোগ উ‌ঠে‌ছে। তদ‌ন্তে জি‌পি কর্তৃপক্ষ ফ‌্যাসা‌দে পড়‌বেন ব‌লে আশঙ্কা করা হ‌চ্ছে। প্রসঙ্গত উ‌ল্লে‌খিত জি‌পির নানা দুর্নী‌তি নি‌য়ে ই‌তিম‌ধ্যে একা‌ধিক অ‌ভি‌যোগ জমা প‌ড়ে‌ছে রাজ‌্য সরকা‌রের সং‌শ্লিষ্ট দপ্ত‌রে। এ‌তে বৃহস্প‌তিবার তদ‌ন্তে না‌মে বি‌শেষ দল‌টি।

আ‌ছিমগঞ্জ জি‌পি‌র দুর্নী‌তির তদ‌ন্তে সিএম ভিজিল্যান্স টিম

এ‌দিন অভিযোগকারিদের সঙ্গে নিয়ে তদন্তকারি দলের কর্মীরা স‌রেজ‌মি‌নে  অভিযোগগুলো খতিয়ে দেখে বিষ্ময় প্রকাশ ক‌রেন। প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকায় নাম রয়েছে অথচ টাকা পায়নি সেসব হিতাধিকারীদের বাড়িতে গিয়ে কথা বলেন তদন্তকারি দ‌লের কর্মীরা। এ‌তে ব‌্যাপক গড়‌মিল ধরা প‌ড়ে।তাছাড়া চতুর্দশ অর্থ কমিশন ও এমজিএনরেগার কা‌জেও দেদার দুর্নীতি প‌রিল‌ক্ষিত হয়। সিএম ভিজিল্যান্সের পাঁচ সদ‌স্যের দল‌টি গোটা দিন জি‌পির অন‌্যান‌্য সরকা‌রি কা‌জও স‌রেজ‌মি‌নে তদন্ত ক‌রে দে‌খেন।‌ সিএম ভি‌জিল‌্যা‌ন্সের এ‌হেন অ‌ভিযা‌নে স‌ন্তোষ প্রকাশ ক‌রে‌ছেন এলাকার স‌চেতন মহল।

এ‌দি‌কে এ ঘটনায় জি‌পি সভাপ‌তি ও জি‌পি সচিবের প্রতি‌ক্রিয়া জান‌তে তা‌দের সা‌থে ফোন‌যো‌গে যোগা‌যো‌গের চেস্টা কর‌লেও তা‌দের‌কে পাওয়া যায়‌নি।
প্রতিবেদক : মোহাম্মদ জনি, করিমগঞ্জ।

Author

Spread the News