বরাক তরঙ্গ, ২১ নভেম্বর : গুয়াহাটিতে সিটুর ১৫তম অসম রাজ্য সম্মেলন শুরু হল। শুক্রবার গুয়াহাটি ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স হলে তিনদিনব্যাপী এই সম্মেলন শুরু হয়েছে। এ দিন সম্মেলনের আগে পতাকা উত্তোলন করেন রাজ্য সভাপতি অসিত দত্ত।
সম্মেলনে উদ্বোধনী বক্তব্য রাখেন সর্বভারতীয় নেত্রী এআর সিন্ধু।
সম্মেলনে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ফেডারেশন অব ট্রেড ইউনিয়নের ডেপুটি সেক্রেটারি স্বদেশ দেব রায়। এছাড়া এইএনটিইউসি, এআইটিইউসি, এআইইউটিইউসি, এআইসিসিটিইউ, এইচএমএস সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সবাই এক সুরে সরকারের শ্রম বিরোধী নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলনের আহবান জানান। উল্লেখ্য, সম্মেলনে শিলচর থেকে ১২ জন প্রতিনিধি অংশ গ্রহণ করেন। সম্মেলন চলবে আগামী ২৩ নভেম্বর পর্যন্ত।


