রতনপুরে লায়ন্স ক্লাব অব শিলচর ভ্যাল ভিউ-র শিশু দিবস পালন

বরাক তরঙ্গ, ১৪ নভেম্বর : লায়ন্স ক্লাব অব শিলচর ভ্যাল ভিউ-এর উদ্যোগে কাছাড়ের রতনপুরে সশ্রদ্ধভাবে পালিত হল শিশু দিবস। ক্লাবের সদস্যরা এলাকার অসহায় ও বঞ্চিত শিশুদের সঙ্গে সময় কাটিয়ে দিনটিকে বিশেষ করে তোলেন। অনুষ্ঠানে পণ্ডিত জওহরলাল নেহরুর ১৩৬তম জন্মদিন উপলক্ষে তার জীবন, তাঁর শিশুপ্রেম এবং ভারতের প্রতি তাঁর অবদানের ওপর আলোচনা করা হয়। মুখ্য বক্তা ছিলেন ক্লাবের গাইডি়ং লায়ন সঞ্জিব রায়। শিশুদের অনুপ্রাণিত করতে নেহরুজির আদর্শ ও মূল্যবোধ তুলে ধরা হয়। বিভিন্ন আনন্দঘন খেলাধুলা, সাংস্কৃতিক কার্যক্রম ও বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়। কোক ফাইট, স্পুন রেস, দৌড়, কবিতা – আবৃত্তি ও মিউজিক্যাল চেয়ার, ইত্যাদি আয়োজন করা হয়। শেষে বিজয়ীদের হাতে পুরস্কার বিতরণ করে অনুষ্ঠানটির সফল সমাপ্তি ঘটে।

পুরস্কার তুলে দেন প্রোজেক্ট চেয়ারপারসন পিংকি সিং দাস, সাহাবুদ্দিন আহমেদ, সজল কান্তি দাস, সঞ্জিব রায় প্রমুখ। খুব উত্সাহের সঙ্গে পুরস্কার গ্রহণ করে সুবাসনু দাস, প্রিতম দাস, রাজদীপ দাস, দীপশিখা দাস, জয়দীপ দাস, জয়বির দাস, দিয়া দাস , সুজন দাস প্রমুখ। লায়ন্স ক্লাব অব শিলচর ভ্যালি ভিউ সমাজের প্রতিটি স্তরের শিশুদের সার্বিক উন্নয়নে ভবিষ্যতেও এ ধরনের সামাজিক উদ্যোগ অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *