শিশুতোষ বসাক ফুটবল টুর্নামেন্ট
বরাক তরঙ্গ, ১৭ নভেম্বর : শিশুতোষ বসাক স্মৃতি তৃতীয় বিভাগীয় ফুটবল টুর্নামেন্টে দল অন্তর্ভুক্তির জন্য আহ্বান জানালো শিলচর ডিএসএ। আগামী ৩০ নভেম্বরের মধ্যে দল ও নাম পঞ্জীয়নের সময়সীমা বেঁধে দেয়া হয়েছে। খেলোয়াড়দের নাম পঞ্জীয়নে পাসপোর্ট সাইজের এক কপি ফটো এবং পরিচয়পত্র (আধারকার্ড অথবা ভোটার আইডি) বাধ্যতামূলক করেছেন আয়োজক কর্মকর্তারা।
প্রতিবেদক : ইকবাল লস্কর, শিলচর।