“রাখে হরি মারে কে”- উপর দিয়ে স্কুটি চলে যাওয়ার পরও অক্ষত শিশু
বরাক তরঙ্গ, ১৩ সেপ্টেম্বর : “রাখে হরি মারে কে”-চার বছরের শিশু কন্যার উপর দিয়ে দুই আরোহী বিশিষ্ট স্কুটির দুটি চাকা চলে যাওয়ার পরও প্রাণে বেঁচে গেল শিশুটি। পুরো ঘটনাটি ক্যামেরাবন্দি হয়েছে পাশের এক বাড়ির সিসিটিভি ক্যামেরাতে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বুধবার দুপুর আনুমানিক দেড়টা নাগাদ কালাইন কলেজ রোডের বাসিন্দা সুভাষ দাসের চার বছরের মেয়ে ঋষা দাস তার বোনের সঙ্গে স্কুল থেকে বাড়ি ফেরার পথে কলেজ রোড কালীবাড়ির সামনে এই দুর্ঘটনাটি সংঘটিত হয়। সত্যরঞ্জন কলেজের দুই ছাত্র মামার দেওয়া স্কুটিতে চড়ে ৬ নম্বর জাতীয় সড়ক থেকে কলেজে যাওয়ার পথে হঠাৎ করে ঋষা দাস স্কুটির সামনে চলে আসলে ওই দুই ছাত্র স্কুটি নিয়ে ঋষার কমরের উপর দিয়ে চলে যায়।
দুই আরোহী থাকা স্কুটির দুটি চাকাই ঋষার উপর দিয়ে চলে যাওয়ার পর মুহূর্তেই ঋষা উঠে দাঁড়িয়ে পড়ে। এত বড় দুর্ঘটনা হওয়ার পরও ঋষার শরীরে তেমন বেশি কিছু আঘাত লাগেনি। ঋষার বাম পায়ের হাঁটুর নিচে থেকে থেকে কিছুটা রক্তক্ষরণ হয়। ঘটনার পর স্থানীয়রা ঋষাকে নিকটবর্তী কালাইন হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। বর্তমানে ঋষার শারীরিক অবস্থা মোটামুটি ভালই আছে কিন্তু ওর বাম পা অল্প বাকা বলে দৃষ্টিগোচর হয়।
প্রতিবেদক : হিবজুর রহমান, শিলচর।