হাইলাকান্দিতে সোয়াইন ফ্লু আক্রান্ত হ‌য়ে শিশুর মৃত‌্যু

আক্রান্ত এলাকায় হাইঅ্যালার্ট জা‌রি_____

বরাক তরঙ্গ, ৬ মে : সোয়াইন ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত হয়ে হাইলাকা‌ন্দি জেলায় এক শিশুর মৃত্যু ঘটল। তেরো মা‌সের শিশুর মৃত‌্যুর খবর প্রকা‌শ্যে আস‌তেই জেলাজু‌ড়ে ন‌ড়েচ‌ড়ে ব‌সে‌ছে স্বাস্থ‌্য বিভাগ। জা‌রি করা হ‌য়ে‌ছে হাইঅ্যালাৰ্ট। মৃত শিশুর নাম ফারহানা খানম বড়ভূইয়া। মৃ‌তের র‌ক্তের নমুনায় H1N1H3N2 ভাইরাসের উপ‌স্থি‌তি পাওয়া গে‌ছে ব‌লে নি‌শ্চিত ক‌রে‌ছে শিলচর মেডিক্যাল কলেজ হস‌পিট‌্যাল কর্তৃপক্ষ। ই‌তিম‌ধ্যে কাছাড় জেলার আরও চার ব‌্যক্তির শ‌রীরে সোয়াইন ফ্লুর জীবাণু ধরা পড়ায় তারা বর্তমা‌নে শিলচর মেডিক্যাল কলেজে চি‌কিৎসাধীন র‌য়ে‌ছেন।

পাথারকা‌ন্দি ও রামকৃষ্ণনগ‌রে ডেঙ্গু ও জাপা‌নি এন‌কেফালাই‌টি‌সের হাতছা‌নি____

এ‌দি‌কে পাথারকা‌ন্দিতে চার ব‌্যক্তির শ‌রীরের ডেঙ্গুর জীবাণু ও রামকৃষ্ণনগ‌রের দু‌টি শিশুর শরী‌রে জাপা‌নি এন‌কেফালাই‌টিসের জীবাণু ধরা পড়ার খবর পাওয়া গে‌ছে। এ‌তে রামকৃষ্ণনগরের এক শিশুর মৃত‌্যু হয় ব‌লেও বিশ্বস্থ সু‌ত্রে জানা গে‌ছে। এমন খব‌রে সোমবার হাইলাকান্দি জেলা স্বাস্থ্য বিভাগের যুগ্ম স্বাস্থ্য সঞ্চালক ডাঃ অলকানন্দা নাথ সাংবা‌দিক‌দের জানান, ফারহানার মৃত্যুর পর তার প‌রিবা‌রের সবার র‌ক্তের নমুনা সংগ্রহ ক‌রে পরীক্ষার জন‌্য ল‌্যা‌বে পাঠানো হ‌য়ে‌ছে।পাশাপা‌শি হাইলাকা‌ন্দি জেলার লালা সৈয়দপুর গ্রা‌মে হাইঅ্যালার্ট জা‌রি করা হ‌য়ে‌ছে।

এ‌দি‌কে মৃত ফারহানার বাবা আফজল‌ হো‌সেন বড়ভূইয়া জানান যে ফারহানা প্ৰচণ্ড জ্বর, কা‌শি ও সর্দি‌তে আক্রান্ত হ‌লে তা‌কে প্রথমে হাইলাকান্দি ও প‌রে শিলচর মেডিক্যাল কলেজে ভ‌র্তি করা হ‌লেও শেষ রক্ষা হয়‌নি।

এ ছাড়াও হাইলাকান্দির কাটাখাল এলাকার তে‌রো বছ‌রের এক কি‌শোরও বর্তমা‌নে সোয়াইন ফ্লূ‌তে আক্ৰান্ত হ‌য়ে শিলচর মেডিক্যাল কলেজে চি‌কিৎসাধীন থাকার খবর পাওয়া গে‌ছে। এতে সবাই‌কে আত‌ঙ্কিত না হ‌য়ে সতর্ক থাকার পাশাপা‌শি ‌চি‌কিৎস‌কের পরাম‌র্শে ওষুধপত্র গ্রহ‌নের অনু‌রোধ জানান ডাঃ অলকানন্দা নাথ।

Author

Spread the News