দু’টি আসন কমিয়ে বরাকবিরোধী মনোভাবেরই নজির গড়েছেন মুখ্যমন্ত্রী : লুরিণজ্যোতি

বরাক তরঙ্গ, ২৬ নভেম্বর : দক্ষিণ করিমগঞ্জের নিলামবাজারে বুধবার এক বিশাল জনসভায় তীব্র আক্রমণ শানালেন অসম জাতীয় পরিষদ (এজেপি)-এর সভাপতি লুরিণজ্যোতি গগৈ। তাঁর অভিযোগ, বরাক উপত্যকায় কয়লা, গরু ও সুপারি সিন্ডিকেটসহ বিভিন্ন বেআইনি চক্রের এজেন্ট নিয়োগ করা হয় সরাসরি দিশপুর থেকে।

তিনি দাবি করেন, বরাকের ১৫টি বিধানসভা আসন থেকে দু’টি আসন কমিয়ে বরাকবিরোধী মনোভাবেরই নজির গড়েছেন মুখ্যমন্ত্রী। বরাকপ্রীতির আড়ালে চলছে পদ্ধতিগত শোষণ—এমনই অভিযোগ করেন এজেপি সভাপতি।

নিলামবাজার খেলার মাঠে শ্রীভূমি জেলা কমিটির উদ্যোগে আয়োজিত এই সভা থেকেই ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের রণডঙ্কা বাজিয়ে দেন লুরিণজ্যোতি। তিনি স্পষ্টভাবে জানান, বরাকের রাজনীতিতে এজেএপি সক্রিয় অংশগ্রহণ করবে এবং জাতীয়তাবাদী রাজনীতির মাধ্যমে মানুষকে সংগঠিত করার আহ্বান জানান।

লুরিণজ্যোতির দাবি, বরাকে চলছে পরিকল্পিত শোষণ, বিভিন্ন সিন্ডিকেটের মাধ্যমে উপত্যকার অর্থনীতি ক্ষতিগ্রস্ত করা হচ্ছে। এই সিন্ডিকেট পরিচালনায় দিশপুরের প্রত্যক্ষ ভূমিকা রয়েছে।

এ দিন নিলামবাজার থেকেই নির্বাচনী মহড়া শুরু করে দক্ষিণ করিমগঞ্জজুড়ে ঘরে ঘরে পৌঁছে জাতীয়তাবাদী রাজনৈতিক ভাবধারা তুলে ধরার নির্দেশ দেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *