বরাক তরঙ্গ, ১২ নভেম্বর : গুয়াহাটি সোনাপুরের পাথরকুচিতে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো ‘সনোয়াল ভবন’-এর। মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা ঘাস ও লতাপাতার দড়ি কেটে ভবনের উদ্বোধন করেন। অসম সরকারের জনজাতি পরিক্রমা তহবিলের ৭ কোটি ৩ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত এই সনোয়াল ভবনটি জনজাতি সমাজের ঐতিহ্য ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের কেন্দ্র হিসেবে গড়ে তোলা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন সমতল জনজাতি পরিক্রমা ও শিক্ষামন্ত্রী ড. রণোজ পেগু, সনোয়াল কছাড়ি স্বায়ত্তশাসিত পরিষদের মুখ্য কার্যনির্বাহী সদস্য টংকেশ্বর সনোয়াল, বিধায়ক অতুল বরা, সংশ্লিষ্ট সম্প্রদায়ের নেতৃবৃন্দসহ বিভাগীয় আধিকারিক ও কর্মচারীরা। এই বিশেষ অনুষ্ঠানে জনজাতীয় গৌরব বর্ষ উপলক্ষে মুখ্যমন্ত্রী ড. শর্মা বীর বিরসা মুণ্ডা এবং একাধিক জনজাতিভুক্ত স্বাধীনতা সংগ্রামীকে শ্রদ্ধা নিবেদন করেন। অনুষ্ঠানস্থলে মুখ্যমন্ত্রীকে ঐতিহ্যবাহী পোশাকে শিল্পীরা নৃত্য ও গানের মাধ্যমে উষ্ণ অভ্যর্থনা জানান, যা অনুষ্ঠানে উৎসবের আবহ সৃষ্টি করে।


