শিলচরে কেন্দ্র ভিত্তিক খেল মহারণের সূচনা দীপায়নের
বরাক তরঙ্গ, ৬ ডিসেম্বর : সরকারের উদ্যোগে রাজ্যজুড়ে কেন্দ্র ভিত্তিকভাবে শুরু হওয়া “খেল মহারণ ২০২৩” এর আনুষ্ঠানিকভাবে সূচনা করা হয় শিলচরে। বুধবার জেলা ক্রীড়া সংস্থার ময়দানে পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী।খেল মহারণ উপলক্ষে এদিন রাষ্ট্রীয় সঙ্গীত পরিবেশন, শপথ গ্রহণ ও মার্চপাস্ট প্রদর্শন করেন প্রতিযোগীরা।
সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে কথা বলতে গিয়ে বিধায়ক দীপায়ন চক্রবর্তী বলেন, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার উদ্যোগে আয়োজিত কেন্দ্র ভিত্তিক খেল মহারণে শিলচরের ১১টি জিপি ও ইউএলবি থেকে মোট ১,৬৭৯ জন প্রতিযোগী অংশ গ্রহণ করেছেন। ৫টি ইভেন্টে বরাক উপত্যকা থেকে শিলচরে সর্বাধিক প্রতিযোগী অংশ গ্রহণ করবেন বলে এদিন আশা প্রকাশ করেছেন বিধায়ক। তিনি আরও জানান, আগামীতে জেলা ভিত্তিক ও রাজ্যভিত্তিক প্রতিযোগিতার আয়োজন করা হবে।যেখানে আগামীতে শিলচর থেকে জাতীয় স্তরের অনেক প্রতিযোগী শিলচর থেকে বেরিয়ে আসবে বলেও আশাবাদী বিধায়ক। খেল মহারণ ২০২৩ এর আয়োজন করায় আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ও মন্ত্রী নন্দীতা গার্লোসাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন বিধায়ক।
প্রতিবেদক : বিশ্বজিৎ আচার্য, শিলচর।