উধারবন্দ শিক্ষা খণ্ডের হাতিছড়া মডেল হাইস্কুলে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উদযাপন

বরাক তরঙ্গ, ৩ ডিসেম্বর : আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উদযাপন করল উধারবন্দ শিক্ষাখণ্ডের অধীন হাতিছড়া মডেল হাইস্কুল কর্তৃপক্ষ। বুধবার অনুষ্ঠানের শুরুতে বাধাগ্রস্ত শিশু ও তাদের অভিভাবকদের নিয়ে এক শোভাযাত্রা বের করা হয়। তারপর ঐ দিবস উপলক্ষে পতাকা উত্তলন করে ছাত্রছাত্রীদের নিয়ে শপথ পাঠ্য পাঠ করা হয়। এ দিনের অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  স্কুলের সভাপতি মহেশ সিং। এছাড়া উপস্থিত ছিলেন কাছাড় জেলার সমগ্র শিক্ষা বিভাগের ডিপিও রাণারঞ্জন নাথ, ডিপিও-সিএম ড. বিদুৎ দেব চৌধুরী, কৃপাণু রায়, ব্লক প্রাথমিক শিক্ষা সম্মিলনীর সম্পাদক শংকর দেব, কাজল দত্ত ও  বিভিন্ন স্কুল থেকে আগত শিক্ষক শিক্ষিকারা।

প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে সচেতনতা সভা করা হয়। সভার সভাপতিত্ব করেন স্কুলের প্রধান শিক্ষক  মদন চাষা এবং সভা পরিচালনা করেন স্কুলের শিক্ষিকা সুলতানা চৌধুরী ও সমল শিক্ষক সেখুল ইসলাম। শুরুতেই আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবসের উদ্দেশ্য ব্যাখ্যা করেন সেখুল ইসলাম লস্কর। তারপর বক্তব্য রাখেন রাণারঞ্জন নাথ, ড. বিদুৎ দেব চৌধুরী ও কৃপাণু রায়। তাঁদের বক্তব্যে বাধাপ্রাপ্তদের অবহেলা না করে তাদের সমান অধিকার প্রদান করা তথা শিক্ষাক্ষেত্রে তাদের সমান অধিকারের কথা উল্লেখ করেন এবং শিক্ষার অধিকার সুনিশ্চিত করার আহ্বান জানান।

এছাড়াও এদিন ছাত্রছাত্রীব মধ্যে বিভিন্ন প্রতিযোগিতামূলক খেলাধূলার আয়োজন করা এবং পুরস্কার বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *