বৈকুণ্ঠ ধাম আশ্রমের প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব পালন

দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ৭ এপ্রিল : বৈকুণ্ঠ ধাম আশ্রমের ৩৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব সাড়ম্ভড়ে পালন করা হল।রবিবার ভোর থেকে শিলচর শিলচর তারাপুর কালীমোহন রোডে থাকা শ্রীশ্রী বৈকুণ্ঠ ধাম আশ্রমের ৩৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী সনাতন ধর্মীয় কার্যসূচির মধ্যে দিয়ে পালন করা হয়।

এদিন আশ্রমের প্রতিষ্ঠাবার্ষিকী  নারায়ণ-গুরু-গঙ্গা পূজা দিয়ে সূচনা হয়। এরপর সারাদিন ব্যাপী চলে হরিনাম উদয় অস্তলীলা সংকীর্তন চলে। আশ্রমের অধ্যক্ষ বিস্ময় চমক গোস্বামী বলেন, বৈকুণ্ঠ ধাম আশ্রম হলো শান্তির স্থান। এখানে এসে সবাই ভক্তবৃন্দরা শান্তি অনুভব করেন। আজকের দিনে এই আশ্রমের প্রতিষ্ঠার সঙ্গে যুক্ত প্রভুপাদ ব্রজরমন গোস্বামী জিউ এবং তাঁর পুত্র ও শিষ্য পুভুপাদ বলেশ রঞ্জন গোস্বামী জিউর অবদানের কথা স্মরনের দিন। উপস্থিত সবাই ভক্তবৃন্দদের মধ্যে দুপুর থেকে রাত অবধি মহাপ্রসাদ বিতরণ করা হয়।

Author

Spread the News