বিয়ের গাড়ি খাদে পড়ে মৃত্যু চারজনের
বরাক তরঙ্গ, ৬ জানুয়ারি : বিয়ের গাড়ি খাদে পড়ে মৃত্যু ঘটল চারজনের। আহত হয়েছেন একাধিক। মর্মান্তিক দুর্ঘটনাটি সংঘটিত হয় সোমবার মণিপুরের চুরাচাঁদপুর জেলার সিংনগাট মহকুমার অন্তর্গত নগালজাং গ্রামের কাছে। নিহতদের পরিচয় শনাক্ত করা হয়েছে থাংমুয়ানমুং খুপতং, হাউচিইন, চিংনগাইহসিয়াম ও নিয়াংজানিয়াং হিসেবে। প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, দুপুর নাগাদ দুর্ঘটনাটি ঘটে। প্রায় ৪০ জন যাত্রী বহনকারী একটি ডিআই…
