বলেরোর ধাক্কায় কলেজ ছাত্রীর মৃত্যু
বরাক তরঙ্গ, ১৮ ডিসেম্বর : কলেজ থেকে বাড়ি ফেরার পথে বলোর ধাক্কায় প্রাণ হারালো মেধাবী এক ছাত্রী। এ মর্মান্তিক দুর্ঘটনাটি সংঘটিত বুধবার সন্ধ্যায় জামুগুড়িহাটের একটি পেট্রোল পাম্প সংলগ্ন বাইপাস চারিআলিতে। জানা যায়, পথিমধ্যে দ্রুতগতির একটি বোলেরো গাড়ি প্রিন্সিপালকি বরুয়া নামে ছাত্রীকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই মৃত্যুর কোলে ঢলে পড়েন…