কালাইনে লরি থেকে ছয় কোটি টাকার গাঁজা উদ্ধার

বরাক তরঙ্গ, ৫ অক্টোবর : কালাইনের দিঘরখাল থেকে প্রায় ছয় কোটি টাকার গাঁজা উদ্ধার করল পুলিশ। বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে কাছাড় পুলিশ অভিযানে নেমে এ সাফল্য পায়। পুলিশ কালাইনের দিঘরখাল এলাকায় ৬ নং জাতীয় সড়কে  TR 01 AR 1815 নম্বরের একটি ডাম্পার গাড়ি আটক করে তল্লাশি চালিয়ে ১৭০৫ কেজি গাঁজা উদ্ধার করেছে। উদ্ধার হওয়া গাঁজার কালোবাজারে দাম প্রায় ছয় কোটি টাকা। পুলিশ তদন্ত চালাচ্ছে।

Author

Spread the News