ভোটে কাছাড়ের ‘ডিস্ট্রিক্ট আইকন’ গণেশ-রুদ্রাণী

ভোটে কাছাড়ের ‘ডিস্ট্রিক্ট আইকন’ গণেশ-রুদ্রাণী

বরাক তরঙ্গ, ১১ এপ্রিল : আসাম বিশ্ববিদ্যালয়ের দৃশ্যকলা বিভাগের সহকারী অধ্যাপক, সুপরিচিত কলামিস্ট, গণেশ নন্দী ও লোকসঙ্গীত শিল্পী রুদ্রাণী দাসকে লোকসভা ভোটে কাছাড়ের ‘ডিস্ট্রিক্ট আইকন’ মনোনীত করল রাজ্যের নির্বাচন বিভাগ। বুধবার এক বিজ্ঞপ্তি জারি করে এ কথা জানিয়েছেন কাছাড়ের জেলা আয়ুক্ত তথা জেলা নির্বাচনী আধিকারিক রোহনকুমার ঝা।

মূলত কাছাড় জেলায় ভোটপ্রদানের হার বৃদ্ধির জন্য এ দু’জনকে মনোনীত করেছে নির্বাচন বিভাগ। যেহেতু শিল্প-সংস্কৃতি ও সঙ্গীতের দুনিয়ায় দুজনই সুপরিচিত, তাই মনে করা হচ্ছে, ভোট প্রদান সংক্রান্ত সচেতনতা অভিযানে শিল্প-সংস্কৃতি নিয়ে কাজ করতে দেওয়া হবে দু’জনকে।

ভোটে কাছাড়ের ‘ডিস্ট্রিক্ট আইকন’ গণেশ-রুদ্রাণী

ভোটারদের সচেতনতার লক্ষ্যে বিভিন্ন প্রচারে অংশ নেবেন দু’জনই। সূত্রের খবর, পরবর্তী কর্মপন্থা স্থির করতে আগামীকাল, বৃহস্পতিবার দুই ডিস্ট্রিক্ট আইকনকে নিয়ে বৈঠকে বসতে পারে কাছাড়ের সিস্টেমেটিক ভোটারস এডুকেশন অ্যান্ড ইলেক্ট্ররাল পারটিসিপেশান প্রোগ্রাম (এসভিইইপি) সেল।

Author

Spread the News