চার লক্ষ গাছের চারা রোপন করবে কাছাড় বনবিভাগ

বরাক তরঙ্গ, ১৫ সেপ্টেম্বর : অসমের বৃক্ষ অর্থনীতিকে শক্তিশালী করার লক্ষ্যে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নির্দেশে কাছাড় জেলার ফরেস্ট ডিভিশনেলের অধীনে মোট চার লক্ষ গাছের চারা রোপনের সংকল্প নিয়েছে। এ নিয়ে কাছাড়ের ডিএফও বিজয় পালভে সাংবাদিকদের জানান, মুখ্যমন্ত্রীর ১ কোটি বাণিজ্যিক বৃক্ষ রোপন অভিযানের অঙ্গ হিসেবে কাছাড় জেলার মোট ১২৬টি জিপি অফিসে গাছের চারা বিতরণ করা হয়।

জিপি অফিস থেকে অঙ্গনওয়াড়ি কেন্দ্র, স্কুল, কলেজে গাছের চারা লাগানো চলছে। শুক্রবারের মধ্যে গাছের চারা লাগানো সম্পূর্ণ হবে বলে জানান কাছাড়ের ডিএফও বিজয় পালভে। এ উপলক্ষে ১৭ সেপ্টেম্বর রাখা হয়েছে মূল অনুষ্ঠান।
প্রতিবেদক : বিশ্বজিৎ আচার্য, শিলচর।

Author

Spread the News