বরাক তরঙ্গ, ১৩ নভেম্বর : কাছাড় জেলা বিজেপির মিডিয়া ডিপার্টমেন্টকে পুনর্গঠন করা হয়েছে। দশ সদস্যের জেলা কমিটির কনভেনার নিযুক্ত হয়েছেন দীপন দেওয়ানজি, কো- কনভেনার নিযুক্ত হয়েছেন দলের দীর্ঘদিনের একনিষ্ঠ কর্মী পার্থ দেব, বিশিষ্ট সাংবাদিক অমল লস্কর এবং বিভূতি মজুমদার। প্রদেশ বিজেপির মিডিয়া ডিপার্টমেন্টের অনুমোদনক্রমে এই নিযুক্তি দিয়েছেন বিজেপির কাছাড় জেলা সভাপতি রূপম সাহা। জেলা মিডিয়া ডিপার্টমেন্টের নবনিযুক্ত কনভেনার ও তিন কো-কনভেনারকে দলীয় কর্মকর্তা সহ বিভিন্ন মহল থেকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন।
কাছাড় জেলা বিজেপির মিডিয়া ডিপার্টমেন্ট পুনর্গঠিত



