ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণিতে অসমের ইতিহাস ও ভূগোল বাধ্যতামূলক, মন্ত্রিসভায় সিদ্ধান্ত

বরাক তরঙ্গ, ৮ ডিসেম্বর : ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণিতে অসমের ইতিহাস ও ভূগোল বাধ্যতামূলক বিষয় হিসেবে অনুমোদন পেল মন্ত্রিসভায়। রবিবার দিশপুরের লোকসেবা ভবনে অনুষ্ঠিত  মন্ত্রিসভার বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়েছে।

এ দিন বৈঠক শেষে গৃহীত সিদ্ধান্তগুলি সাংবাদিকদের সামনে তুলে ধরেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেন,  বৈঠকে প্রাক্তন বিচারপতি বিপ্লব কুমার শর্মা কমিটির সুপারিশ অনুযায়ী ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণিতে অসমের ইতিহাস ও ভূগোল বাধ্যতামূলক বিষয় হিসেবে অনুমোদন দেওয়া হয়েছে। এই দুই বিষয়েই ৫০ নম্বর করে পরীক্ষা দিতে হবে শিক্ষার্থীদের। এখন থেকে সমাজবিজ্ঞান আলাদা বিষয় হিসেবে বিবেচিত হবে। অর্থাৎ ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত পড়ুয়াদের জন্য অসমের ইতিহাস ও ভূগোল পড়া বাধ্যতামূলক করা হল।

হিমন্ত বিশ্ব শর্মা জানান, গুয়াহাটি ইঞ্জিনিয়ারিং কলেজে (AEC) ২৪৩ কোটি টাকার একটি নতুন প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। আগামী ১৫ জানুয়ারির আশেপাশে এই প্রকল্পের কাজ শুরু হবে।

এ ছাড়াও কার্বি আংলং জেলায় একটি নতুন সৈনিক স্কুল স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই প্রকল্পে ব্যয় হবে প্রায় ৩৩৫ কোটি টাকা। প্রতিরক্ষা মন্ত্রক ৮০ শতাংশ এবং রাজ্য সরকার ২০ শতাংশ অর্থ বহন করবে। কার্বি আংলংয়ের লংসাকোঁ এলাকায় এই সৈনিক স্কুলটি স্থাপিত হবে। ইতিমধ্যেই ভারত সরকার এই প্রকল্পের জন্য ১০০ কোটি টাকা বরাদ্দ করেছে।

এদিন মুখ্যমন্ত্রী ‘পোস্ট মেলন’ কনসার্ট প্রসঙ্গেও মন্তব্য করেন। তিনি বলেন, “জুবিন গার্গের মৃত্যুর আগেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। ‘পোস্ট মেলন’ অনুষ্ঠানে সরকার কোনও খরচ করছে না। আমি জুবিনের সিনেমা দেখি না বলেই পোস্ট মেলনও দেখি না। পোস্ট মেলন শো-এর উদ্যোক্তা ‘বুক মাই শো’।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *