৩০০০ বিঘা জমি এয়ারপোর্ট অথোরিটি-কে দেওয়ার সিদ্ধান্ত কেবিনেটে

বরাক তরঙ্গ, ৮ ডিসেম্বর : ডলুর গ্রীনফিল্ড বিমানবন্দর গড়ে তোলার স্বপ্ন বাস্তব হতে আরেক ধাপ এগুলো। বিমান পরিবহন মন্ত্রী শীঘ্রই বিষয়টি প্রস্তাব হিসেবে সংসদে তুলে ধরবেন এবং এর আগে অসাম সরকারের কেবিনেট তিন হাজার বিঘা জমি এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার কাছে হস্তান্তর করার সিদ্ধান্ত নিয়েছে। রবিবার গুয়াহাটিতে এক মন্ত্রিসভার বৈঠকের পর এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।

ডলু চা-বাগানের একটি অংশ ব্যবহার করে বরাক উপত্যকার প্রথম গ্রীনফিল্ড বিমানবন্দর গড়ে তোলার প্রক্রিয়া শুরু হয় প্রায় সাড়ে চার বছর আগে। প্রকল্পটিকে ঘিরে দীর্ঘদিন ধরে আন্দোলন, প্রতিবাদ এবং সুপ্রিম কোর্ট পর্যন্ত মামলা হয়েছে। বিরোধীরা রাজ্য সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন। তবে সমস্ত বাধা অতিক্রম করে রাজ্য সরকার আনুষ্ঠানিকভাবে প্রকল্পের প্রস্তাব কেন্দ্রের কাছে পাঠায়, এবং সেটি অবশেষে গৃহীত হয়েছে। মুখ্যমন্ত্রী জানান প্রায় তিন হাজার কোটি টাকা খরচ করে এই বিমানবন্দর গড়ে তোলা হবে।

কেন্দ্র সরকারের ‘গতি শক্তি’ পোর্টালের তথ্য অনুযায়ী, ডলু এলাকায় শিলচরের দীর্ঘদিনের প্রতীক্ষিত গ্রীনফিল্ড বিমানবন্দর প্রকল্পের কাজ শুরু হওয়ার কথা ২০২৫ সালের ডিসেম্বর মাসে, এবং সেটা ২০২৭ সালের ৩০ নভেম্বরের মধ্যে সম্পূর্ণ করার লক্ষ্য নির্ধারিত হয়েছে। গত জুন মাসে অসম দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ ডলুতে এক গণশুনানির আয়োজন করেছিল, যেখানে প্রায় ৮০০ জন বাসিন্দা, সমাজকর্মী, অংশীদার ও নাগরিক সমাজের প্রতিনিধি উপস্থিত ছিলেন। বেশিরভাগ অংশগ্রহণকারীই বিমানবন্দর প্রকল্পের পক্ষে মত দেন। প্রশাসনের দাবি, বিমানবন্দরটি চালু হলে বরাক উপত্যকা ছাড়াও মিজোরাম, ত্রিপুরা ও মণিপুরের বিভিন্ন অঞ্চলের বিমান যোগাযোগ ব্যবস্থায় বড় ধরনের গতি আসবে।

রবিবার মুখ্যমন্ত্রী জানান, এয়ারপোর্ট অথরিটি সম্প্রতি অসম সরকারের কাছে আবেদন করেছিল এই জমি যেন যত তাড়াতাড়ি সম্ভব তাদের নামে করে দেওয়া হয়। তিনি বলেন, ‘আমরা আগেই এই জমি অধিগ্রহণ করে নিয়েছি ফলে এটি হস্তান্তর করার প্রক্রিয়ায় কোনো বাধা নেই। বিষয়টি অতি শীঘ্রই বিল হিসেবে সংসদে পেশ হবে এবং সেখানে কি হয় তার অপেক্ষায় রয়েছি আমরা। এই প্রস্তাব গৃহীত হলে শীঘ্রই শুরু হবে বরাক উপত্যকার প্রথম গ্রীনফিল্ড বিমানবন্দর গড়ে তোলার কাজ।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *