বরাক তরঙ্গ, ১৩ নভেম্বর : অসম সরকারের মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা এক সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে কেবিনেটের গৃহীত সিদ্ধান্তগুলির বিস্তারিত তুলে ধরেন। মুখ্যমন্ত্রী জানান, আজকের বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, আগত ২০২৬ সালের সরকারি ছুটির তালিকায় কেবিনেট অনুমোদন দিয়েছে। সিদ্ধান্ত অনুসারে, আগামী বছরে রাজ্যে মোট ৩৫টি গেজেটেড ছুটি বা সরকারি বন্ধের দিন থাকবে। এছাড়া ৩৯টি রেস্ট্রিকটেড হলিডে, ১৯টি NI Act-এর অধীন ছুটি এবং প্রতি মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবার অফিস বন্ধ থাকবে।
কেবিনেটে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য “মাতৃ-পিতৃ বন্দনা” ছুটিকেও আনুষ্ঠানিক অনুমোদন দেওয়া হয়েছে। কর্মচারীদের সুবিধার্থে এই ছুটির দিনগুলিও বন্ধের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। সেই অনুযায়ী, রাজ্য সরকারি কর্মচারীরা জুলাই মাসের ৯, ১০, ১১, ১২ তারিখে বা বিকল্প হিসেবে ২৩, ২৪, ২৫ ও ২৬ জুলাই তারিখে এই ছুটি উপভোগ করতে পারবেন।
আজকের বৈঠকে কেবিনেট “অসমমালা” প্রকল্পের তৃতীয় পর্বকেও অনুমোদন দিয়েছে। মুখ্যমন্ত্রী জানান, এই প্রকল্পের আওতায় রাজ্যে মোট ৮৮৩ কিলোমিটার সড়ক নির্মাণ করা হবে। এতে রাজ্যের একাধিক গুরুত্বপূর্ণ পথ অন্তর্ভুক্ত রয়েছে। এই প্রকল্পের জন্য কেবিনেট ৩,২১৭ কোটি টাকার ব্যয় অনুমোদন করেছে।
এছাড়া মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, গুয়াহাটি নেহরু স্টেডিয়াম ভেঙে নতুনভাবে নির্মাণ করা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পূর্বে দেওয়া প্রতিশ্রুতির ভিত্তিতে বর্তমান স্টেডিয়ামের জায়গায় আধুনিক ফুটবল মাঠ, প্রশিক্ষণ মাঠ, ইনডোর স্টেডিয়াম ও সুইমিং পুল তৈরি করা হবে।
মুখ্যমন্ত্রী আরও জানান, এই প্রকল্পের জন্য ইতিমধ্যেই টেন্ডার আহ্বান করা হয়েছিল এবং লারসেন অ্যান্ড টুবরো (L&T) কোম্পানি টেন্ডারটি পেয়েছে। মোট ৭৬৫ কোটি টাকার ব্যয়ে এই আধুনিক ক্রীড়া কমপ্লেক্স নির্মিত হবে, এবং কেবিনেট ইতিমধ্যেই এই বাজেট অনুমোদন করেছে।


