ছয় সম্প্রদায়কে এসটি মর্যাদা দিতে মন্ত্রিসভার অনুমোদন

বরাক তরঙ্গ, ২৬ নভেম্বর : অসমের ছয়টি বৃহৎ সম্প্রদায়কে নির্ধারিত উপজাতি (এসটি) মর্যাদা প্রদানের প্রস্তাবকে অনুমোদন জানিয়েছে রাজ্য মন্ত্রিসভা। বুধবার লোকসেবা ভবনে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সভাপতিত্বে অনুষ্ঠিত রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া উল্লেখযোগ্য অন্যান্য সিদ্ধান্ত হিসেবে মুগা জাদুঘর নির্মাণ এবং মহার্ঘ্য সেবাকেন্দ্রের শিক্ষক নিয়োগ ও পরিষেবা-সম্পর্কিত নতুন বিধিমালা অনুমোদিত হয়েছে।

এদিনের বৈঠকে তিন সদস্যের মন্ত্রীগোষ্ঠীর প্রস্তাব অনুযায়ী তাই আহোম, চুতিয়া, মরান, মটক, কোচ–রাজবংশী এবং চা-জনজাতি (আদিবাসী) সম্প্রদায়কে এসটি মর্যাদা দেওয়ার বিষয়ে অনুমোদন জানানো হয়েছে। তিন সদস্যের এই মন্ত্রীগোষ্ঠীর প্রধান ছিলেন শিক্ষামন্ত্রী রনোজ পেগু এবং সদস্য ছিলেন পীযূষ হাজরিকা ও কেশব মহন্ত। প্রতিবেদনটি প্রথমে বিধানসভায় পেশ করা হবে এবং পরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে পাঠানো হবে। রাজ্যে দীর্ঘদিনের দাবি পূরণের পথে এই সিদ্ধান্তকে মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।

এদিনের দ্বিতীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত অনুযায়ী, খানাপাড়া অঞ্চলে হস্তশিল্প, বস্ত্র ও রেশম দফতরের অধীনস্থ সরকারি মুগা খামারের তিন বিঘা জমি সাংস্কৃতিক বিষয়ক দফতরের কাছে হস্তান্তর করা হবে। এই জায়গায় একটি অত্যাধুনিক জাদুঘর স্থাপন করা হবে, যার মূল লক্ষ্য হবে অসমের ঐতিহ্যবাহী বস্ত্র–বিশেষত মুগা সংস্কৃতি সংরক্ষণ ও প্রদর্শন করা। এই জাদুঘরে লন্ডনের ব্রিটিশ মিউজিয়াম থেকে নিয়ে আসা ঐতিহাসিক বৃন্দাবনী বস্ত্র প্রদর্শিত হবে।

মন্ত্রিসভার আরেক সিদ্ধান্তে অসম সার্ভে অ্যান্ড সেটেলমেন্ট ট্রেনিং সেন্টারের শিক্ষকদের নিয়োগ প্রক্রিয়া-২০২৫ বিধিমালাকে অনুমোদন দেওয়া হয়েছে। দক্ষিণগাঁওয়ের এই সেন্টারের শিক্ষকদের নিয়োগ প্রক্রিয়া, চাকরির শর্তাবলি এবং পদোন্নতির নিয়ম ঠিক করতে এই নতুন বিধিমালা কার্যকর হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *