বিদ‌্যুৎস্পৃষ্ট হ‌য়ে ষা‌ঁড়ের মৃত‌্যু সলগই বাজা‌রে, সনাত‌নি রী‌তি‌তে সমা‌ধিস্থ

মোহাম্মদ জনি, করিমগঞ্জ।
বরাক তরঙ্গ, ১৬ জুলাই : বিদ‌্যুৎস্পৃষ্ট হ‌য়ে মর্মা‌ন্তিক মৃত‌্যু ঘটল শি‌বের না‌মে উৎসর্গীত ষা‌ঁড়ের।চাঞ্চল‌্যকর ঘটনা‌টি ঘ‌টে‌ছে লোয়াইর‌পোয়া এ‌পি‌ডি‌সিএ‌লের অন্তর্গত সলগই বাজা‌রে। মঙ্গলবার কা‌ক‌ভো‌রে ষাঁড়‌টি চর‌তে গি‌য়ে স্থানীয় ট্রান্সফরমা‌রের নি‌চে বিপদ সঙ্কুল ভা‌বে ঝু‌লে থাকা বিদ‌্যু‌তের তা‌রের সংস্পর্শে এ‌সে ত‌ড়িদাহত হ‌য়ে প্রাণ হারায়।‌ বিষয়‌টি নি‌য়ে ব‌্যাপক প্রতি‌ক্রিয়া দেখা দেয় স্থানীয়‌দের ম‌ধ্যে।

এ কা‌ণ্ডে এলাকাবাসীর প‌ক্ষে কান্তাপ্রসাদ যাদব ভূশন কেঁওট জামাল উ‌দ্দিন প্রমুখ অ‌ভি‌যোগ ক‌রে ব‌লেন, ট্রান্সফরমার রাখা স্থান‌টি দীর্ঘদিন ধ‌রে বিভাগীয় প‌ক্ষে প‌রিচর্যা না করায় এখা‌নে প্রচুর প‌রিমান আগাছা গ‌জি‌য়ে‌ছে। পাশাপা‌শি সে‌ফ্টি ব‌ক্সের হালও করুণ হ‌য়ে প‌ড়ে আ‌ছে।ফ‌লে গত রা‌তের ভা‌রী বর্ষনে পু‌রো ট্রান্সফরমা‌রে বিদ‌্যুৎ সং‌যোগ ঘ‌টে।এ‌তে সাতসকা‌লে চর‌তে এ‌সে বিদ‌্যু‌তের ছোব‌লে প্রাণ হারায় অবলা প্রাণী‌টি। এ ঘটনার উপযুক্ত তদন্ত সহ মৃত ষা‌ঁড়ের সদগ‌তি ও এক‌টি ষাঁড় ম‌ন্দি‌রের না‌মে উৎসর্গ সহ ট্রান্সফরমার বক্স মেরাম‌তের পাশাপা‌শি তা‌রের ব‌্যরি‌কেড দেওয়া স্থান‌টি‌তে ই‌টের গাঁথু‌নি কর‌তে বিভাগীয় এ‌জিএম ও এস‌ডিইর হস্ত‌ক্ষেপ কামনা ক‌রে‌ছেন স্থানীয়রা।

বিদ‌্যুৎস্পৃষ্ট হ‌য়ে ষা‌ঁড়ের মৃত‌্যু সলগই বাজা‌রে, সনাত‌নি রী‌তি‌তে সমা‌ধিস্থ

এরপর বিভাগীয় কর্মী‌রা স্থানীয়‌দের দা‌বি মে‌নে মৃত ষাঁড়‌টি‌কে স্থানীয়‌দের সহ‌যো‌গিতায় সনাত‌নি রী‌তি‌ নী‌তিতে পূজা পা‌ঠের পর এক্সকেবেটর দিয়ে লা‌গোয়া চা বাগা‌নে সমা‌ধিস্থ করা হয়। এগা‌রো দিন পর স্থানীয় রামজানকী ম‌ন্দি‌রে এক‌টি কীর্তনের আ‌য়োজন ক‌রে‌ছেন স্থানীয়রা।

Author

Spread the News