সীমা সমস্যা, অসম-মিজোরামের প্রশাসনিক বৈঠক ধলাইয়ে
বরাক তরঙ্গ, ২২ আগস্ট : ধলাই থানায় অনুষ্ঠিত হল অসম-মিজোরাম দুই রাজ্যের প্রশাসনিক স্তরের বৈঠক। সীমা সমস্যা নিয়ে অসম এবং মিজোরামের প্রশাসনিক স্তরের বৈঠকে অসমের হয়ে উপস্থিত ছিলেন কাছাড়ের জেলা আযুক্ত রোহন কুমার ঝা, পুলিশ সুপার নোমাল মাহাতো সহ বন বিভাগের বেশ কয়েকজন আধিকারিক।
মিজোরামের হয়ে উপস্থিত ছিলেন কলাশিব জেলার জেলা আয়ুক্ত জন এলটি সাঙ্গা ও পুলিশ সুপার লালরিনওয়ামা তাইতে।
বৈঠকে দুই রাজ্যের সীমা সমস্যা নিয়ে আলোচনা হয়। মূলত সীমা সমস্যা নিয়ে আয়োজিত বৈঠকে উভয় রাজ্যের মধ্যে যাতে শান্তি সম্প্রীতি বজায় থাকে সেই উদ্দেশ্যে একাধিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়। গত ২০২১ সালের ২৬ জুলাই অসম- মিজোরাম সীমান্তের লায়লাপুরে রক্তক্ষয়ি ঘটনার পর সীমান্তে শান্তি সম্প্রীতি বজায় রাখতে উভয় রাজ্য স্তরে, সময়ে সময়ে বৈঠক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সেই সিদ্ধান্ত অনুসারে আজ ধলাই থানায় উভয় রাজ্য স্তরের তিন নম্বর বৈঠকটি অনুষ্ঠিত হল।
প্রতিবেদক : রাজীব মজুমদার, লায়লাপুর।