হাইলাকান্দিতে নকল পানীয়জলের ব্যবসা রমরমা, রবীন্দ্র মেলা থেকে বাজেয়াপ্ত বোতল
বরাক তরঙ্গ, ২৩ জানুয়ারি : বর্তমান সময়ে পানীয়জল পেতে হলে আর জনস্বাস্থ্য কারিগরি বিভাগের নলের দিকে তাকিয়ে থাকতে হয় না। জন সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে সরকারি এই সরবরাহ বিভাগের ক্ষমতা ও হ্রাস পেয়েছে। তাই বিশুদ্ধ পানীয়জল পেতে হলে প্যাকিং জলের নামকরা কোম্পানি গুলোর উপরই এখন জনগণের আস্থা। আর এই সুযোগকে কাজে লাগাতে এখন মরিয়া হয়ে ওঠেছে একাংশ অসাধু ব্যবসায়ী। সোমবার হাইলাকান্দির রবীন্দ্র মেলার মাঠে জেলা প্রশাসনের পক্ষ থেকে কিছু নকল পানীয়জলের বোতল বাজেয়াপ্ত হওয়ার পর সর্বত্র চাঞ্চল্য দেখা দিয়েছে।
এদিন অতিরিক্ত জেলা আয়ুক্ত ত্রিদিব রায়ের কাছে নকল জল বিক্রি হচ্ছে বলে খবর এলে জেলা খাদ্য ও অসামারিক সরবরাহ বিভাগে আধিকারিকরা মেলার মাঠে ছুটে যান। পরবর্তীতে অতিরিক্ত জেলা আয়ুক্ত ত্রিদিব রায় মেলায় ছুটে যান এবং সরেজমিনে গণ অভিযোগ খতিয়ে দেখেন। অভিযান চলাকালীন তারা লক্ষ্য করেন যে নামীদামী কিছু পানীয়জলের কোম্পানির নকল ল্যাভেল ২০ লিটারের জলের বোতলে সেঁটে দেওয়া হয়েছে। তাছাড়া ম্যানুফ্যাকচারিং তারিখ, সিল ইত্যাদি আনুসাঙ্গিক কিছু নেই।
মেলার মাঠে মনতোষ দেবনাথ নামের এক ব্যবসায়ীর দোকানে এসব নকল জলের বোতল ধরা পড়লে জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে এই জলের বোতল সাপ্লাই করে পান্না লাল দেবনাথের নামে জনৈক ব্যবসায়ী। তবে পান্নালাল কে জিজ্ঞাসাবাদ করা হলে সে আধিকারিকদের জানায় সে সিমলি গুপ্তের কাছ থেকে বোতল গুলো ক্রয় করে বলে জানায়। সেক্ষেত্রে এই কাজে বড় সিন্ডিকেট জড়িত রয়েছে বলে ধারণা রয়েছে খাদ্য ও অসামরিক বিভাগের। এমর্মে সদর থানায় এক মামলা দায়ের করা হয়েছে বিভাগের পক্ষ থেকে। তবে এনিয়ে পুলিশি ধরপাকড়ের খবর পাওয়া না গেলেও বিভাগীয় তরফে শহরে জল সরবরাহে জড়িত ব্যবসায়ীদের জিজ্ঞাসাবাদ চালিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে।