রূপক চক্রবর্তী, শিলচর।
বরাক তরঙ্গ, ১৮ নভেম্বর : গণশিল্পী জুবিন গর্গের ৫৩তম জন্মদিন উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন ভারতীয় জনতা পার্টির কাছাড় জেলা কমিটি। মঙ্গলবার প্রাণের শিল্পীর প্রতি শ্রদ্ধা জানাতে শিলচর নরসিংটোলা ময়দানে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়।
এ দিন প্রথমে জুবিন গর্গকে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন সাংসদ কণাদ পুরকায়স্থ, বিধায়ক দীপায়ন চক্রবর্তী, জেলা কমিশনার মৃদুল যাদব, জেলা পরিষদ চেয়ারম্যান কঙ্কননারায়ণ সিকদার, ডাঃ অনিরুদ্ধ বিশ্বাস, অমিতাভ রাই সহ বিশিষ্টজনেরা। সেখানে বক্তব্য রাখেন জেলা কমিশনার মৃদুল যাদব, সাংসদ কনাদ পুরকায়স্থ, বিধায়ক দীপায়ন চক্রবর্তী।
তাঁরা বলেন, জুবিন গর্গের ৫৩তম জন্মদিন উপলক্ষে এই রক্তদান শিবিরে প্রায় ১০০ জনের অধিক লোকেরা স্বেচ্ছায় রক্তদান করবেন। রক্তদান হল জীবন দান রক্তদান করা, একটি মহৎ কাজ। তাঁরা আরও বলেন, জুবিন গর্গ সবসময় সবার হৃদয়ে বাস করবেন। তাছাড়া জুবিন গর্গের মৃত্যু নিয়ে কেউ যাতে রাজনীতি না করেন সেই আবেদনও সবার কাছে রাখেন।


