কংগ্রেস সাংসদের ঘর থেকে কোটি কোটি টাকা উদ্ধার, শিলচরেও প্রতিবাদ বিজেপির

বরাক তরঙ্গ, ৯ ডিসেম্বর : ঝাড়খণ্ডে কংগ্রেস সাংসদের ঘরে কোটি কোটি টাকা উদ্ধার হয়। সাংসদের দুর্নীতির প্রতিবাদে দেশজুড়ে বিজেপি মিছিল বিক্ষোভ প্রদর্শন করে। অনুরূপ ভাবে শনিবার কাছাড় জেলা কমিটিও এক প্রতিবাদী মিছিল বের করে। দলের জেলা কার্যালয় থেকে প্রতিবাদী মিছিল বের করা হয়। প্রতিবাদী বিক্ষোভে বক্তব্য রাখতে গিয়ে বিজেপি কর্মকর্তারা বলেন, কংগ্রেস সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে এবং জনগণের টাকা লুটেপুটে খেয়েছে। তাঁরা আরও বলেন, বিগত ৬০ বছর কংগ্রেস শাসনের সময় জনগণের ১৫ লক্ষ কোটি চুরির টাকা বিদেশে চলে গিয়েছিল।

এও বলেন, যতদিন কংগ্রেস সরকার ছিল ভারতবর্ষে ততদিন পাকিস্তান শক্তিশালী ছিল এবং কংগ্রেস দুর্বল হওয়ায় পাকিস্তান দুর্বল হয়ে গিয়েছে। কংগ্রেসের যে অবস্থা এখন হয়েছে ঠিক সেই অবস্থা এখন পাকিস্তানের হয়েছে বলে জানান বিজেপি কর্মীরা। এ ছাড়া কংগ্রেসের বিভিন্ন দুর্নীতির ইতিহাস তুলে ধরেন বক্তারা। প্রতিবাদী মিছিলে উপস্থিত ছিলেন কাছাড় জেলার সভাপতি বিমলেন্দু রায়, রাজ্য কমিটির সম্পাদক কনাদ পুরকাস্থ, জেলা পরিষদ চেয়ারম্যান অমিতাভ রায়,ঝলক চক্রবর্তী সহ বিজেপির কর্মীরা।

কংগ্রেস সাংসদের ঘর থেকে কোটি কোটি টাকা উদ্ধার, শিলচরেও প্রতিবাদ বিজেপির

উল্লেখ্য, কংগ্রেসের রাজ্যসভার সাংসদ ধীরজ সাহুর বাড়িতে অভিযান চালিয়ে ৩০০ কোটি টাকা উদ্ধার করছে আয়কর বিভাগ।
প্রতিবেদক : বিশ্বজিৎ আচার্য, শিলচর।

Author

Spread the News