নবজাতকদের জন্মের প্রমাণপত্র এবং আধার মেডিক্যালেই মিলবে
বরাক তরঙ্গ, ১ আগস্ট : নবজাতকদের জন্মের প্রমাণপত্রের জন্য অভিভাবকদের আর ছোটাছুটি করতে হবে না। এখন থেকে নবজাতকদের জন্মের প্রমাণপত্র মেডিক্যাল কলেজ থেকেই পেয়ে যাবেন অভিভাবকরা। সেইসঙ্গে নবজাতকের আধার কার্ডও দেওয়া হবে মেডিক্যাল কলেজগুলোতেই। বুধবার মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিক সম্মেলনে একথা জানান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।
তিনি বলেন, ১৩টি মেডিক্যাল কলেজে পাইলট প্রজেক্ট হিসেবে নবজাতকদের জন্মের প্রমাণপত্র এবং আধার কার্ড দেওয়ার কাজ শুরু করা হবে। পরবর্তী পর্যায়ে অন্যান্য সরকারি হাসপাতালেও এই সুবিধা পাবেন অভিভাবকরা। এর ফলে নবজাতকের জন্মের প্রমাণপত্র এবং আধারকার্ড নিয়ে বাড়িতে ফিরতে পারবেন মা।