বাইক ও অটোর দু-একটি কারণ ছাড়া লাগবে না আর কোনও জরিমানা
আশু চৌধুরী, শিলচর।
বরাক তরঙ্গ, ২৭ জুন : দুই ও তিন চাকার বাহনের মালিক ও চালকদের জন্য খুশির খবর। দু-একটি কারণ ছাড়া লাগবে না তাদের কোনও জরিমানা। বৃহস্পতিবার নলবাড়ি শহরের জেলা প্রশাসনের কার্যালয়ে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এমন সিদ্ধান্ত নেওয়া হল। এ ছাড়াও বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা। মন্ত্রিসভার বৈঠকের পরে, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা একটি সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন এবং গৃহীত সিদ্ধান্তগুলি ঘোষণা করেন।
মন্ত্রিসভা বৈঠকের সিদ্ধান্তগুলো হল
সর্বশিক্ষায় ৩৫ হাজার বিশেষ শিক্ষক পদ সৃষ্টি করা হবে। রাজ্য সরকার নলবাড়িতে চারটি ধর্মীয় স্থানকে ৩ কোটি টাকা দেবে৷ ঐতিহাসিক এমএনসি কলেজে বিজ্ঞান বিভাগ চালু করা হবে। নলবাড়ি মেডিক্যাল কলেজ পর্যন্ত ফ্লাইওভার নির্মাণ। নলবাড়িতে একটি অত্যাধুনিক স্টেডিয়াম তৈরি করা হবে। নলবাড়ি জেলার ওবিবি শিক্ষকদের প্রত্যেককে দুই লক্ষ টাকা এককালীন সহায়তা। নলবাড়ি জেলায় ১৯ কিলোমিটার নতুন বাঁধ নির্মাণ করা হবে। সেপ্টেম্বরের মধ্যে শিক্ষকদের প্রত্যেককে ১ লাখ টাকা করে দেওয়া হবে।
শুধু হেলমেট না পরলেই মোটরসাইকেল চালকদের জরিমানা করা হবে৷ অন্য কোন কারণে গুণতে হবে না জরিমানা। তিন চাকার গাড়িতে থাকবে কোন জরিমানা। যদি চারবার নিয়ম লঙ্ঘন করে তবেই জরিমানা করা হবে৷ ড্রিংক অ্যান্ড ড্রাইভ জরিমানা করা হবে।
এ ছাড়া মারাপাগ্লাদিয়া ও বুরহাদিয়া নদীর তীরে বাঁধ নির্মাণ করা, টিহু নির্বাচনী এলাকায় ১৬ কিলোমিটার বাঁধ নির্মাণ করা ও বরক্ষেত্রীতে ৩ কিলোমিটার বাঁধ নির্মাণ করার সিদ্ধান্ত নেওয়া হয়।
উল্লেখ্য, অসম সরকারের ১৪ তম আউটার ক্যাপিটাল মন্ত্রিসভার সভা নলবাড়িতে রুদ্রাক্ষের চারা রোপণের মাধ্যমে উদ্বোধন করা হয়েছিল। বৈঠকে উপস্থিত ছিলেন মন্ত্রী জয়ন্ত মল্ল বরুয়া, চন্দ্রমোহন পাটোয়ারী, রঞ্জিত দাস, কেশব মহন্ত প্রমুখ। সভায় বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।