বরাক তরঙ্গ, ১৮ নভেম্বর : ঘুষ নিতে গিয়ে হাতেনাতে ধরা পড়লেন উধারবন্দ বিইইও মাধব সাহা। মঙ্গলবার ঘুষ নেওয়ার সময় দুর্নীতি দমন শাখার কর্মকর্তারা তাকে গ্রেফতার করেন। অধিদপ্তর সূত্রে জানা গেছে, প্রস্তাবিত বাজেটের অধীনে অভিযোগকারীর বেতন নিয়মিত করার জন্য মাধব সাহা প্রথমে ১০,০০০ টাকা ঘুষ দাবি করেন। পরে আলোচনার মাধ্যমে দাবি কমিয়ে ৭,০০০ টাকায় নামানো হয়। ঘুষ দিতে অনিচ্ছুক অভিযোগকারী বিষয়টি অধিদপ্তরকে জানালে আজ মঙ্গলবার ফাঁদ পাতা হয়।
অভিযানে বিইইও মাধব সাহা তাঁর দপ্তরের কক্ষে ৭,০০০ টাকা ঘুষ গ্রহণ করার সঙ্গে সঙ্গেই ধরা পড়েন। স্বাধীন সাক্ষীদের উপস্থিতিতে রঙিন নোটসহ সম্পূর্ণ অর্থ উদ্ধার ও বাজেয়াপ্ত করা হয়। ঘুষ গ্রহণের পর্যাপ্ত প্রমাণ পাওয়ায় তাঁকে গ্রেফতার করা হয়েছে।


